প্রিয় পাঠক লক্ষ্য করুন

Tuesday, February 22, 2011

তোমাকেই বলেছিলাম :: নাইয়াদ

তোমাকেই বলেছিলাম,
যত দেরি-ই হোক,
আবার আমি ফিরে আসব।
ফিরে আসবো তল আঁধারি 

অশ্বথ গাছটাকে বায়ে রেখে,
ঝালোডাঙ্গার বিল পেরিয়ে
হলুদ ফুলের মাঠের উপর দিয়ে
আবার আমি ফিরে আসব
আমি তোমাকে বলেছিলাম।
আমি তোমাকে বলেছিলাম,

এই যাওয়াটা কিছু নয়,
আবার আমি ফিরে আসব।
ডগডগে লালের নেশায়

আকাশটাকে মাতিয়ে দিয়ে
সূর্য যখন ডুবে যাবে,
নৌকার গলুইয়ে মাথা রেখে
নদীর ছলছল শব্দ শুনতে শুনতে
আবার আমি ফিরে আসব।
আমি তোমাকেই বলেছিলাম।

1 comment:

  1. দারুন কবিতা...

    ReplyDelete

নির্বাচিত বিষয়গুলো দেখুন

Labels

মাসের পঠিত শীর্ষ দশ

 

জোনাকী | অনলাইন লাইব্রেরী © ২০১১ || টেমপ্লেট তৈরি করেছেন জোনাকী টিম || ডিজাইন ও অনলাইন সম্পাদক জহির রহমান || জোনাকী সম্পর্কে পড়ুন || জোনাকীতে বেড়াতে আসার জন্য ধন্যবাদ