ধূসর পৃথিবীর, আলোর বিবর্ণ
নিঃসীম আঁধার জানি আমারে চাহে।
উষ্ণ মরুর তাপে, মাটিরা বিচূর্ণ
করে হৃদয় বিদীর্ণ মরুর দাহে।
আর জমাট মেঘের ভারে, গগন বিষন্ন
অবশ বারি ঝিরে আমার চোখে।
ক্ষুব্ধ ঝড়ের তোড়ে, পবন প্রসন্ন
অবসন্ন হয়ে করে, আমারে বিবশ জানি
কিসের শোকে?
শুষ্ক সাগরপাড়ে, ঢেউয়েরা প্রাণান্ত
অসীম চরাচর তাই আমারে যাচে।
বিরান অরণ্যের, শ্রান্ত বনান্ত
করে প্রাণ অশান্ত বিরূপ অসহ্যে।
আর স্তুপ বরফের আস্তরণে, পাহাড় ঘুমন্ত
কাঁদে আদ্র জাগরণে, বুকের ভাঁজে।
তীব্র স্রোতের নিশ্চুপ সম্ভাষণে, ঝরণা দুরন্ত
স্তব্ধ হয়ে করে, আমারে বিদ্ধ জানি
কিসের খোঁজে?
নিঃসীম আঁধার জানি আমারে চাহে।
উষ্ণ মরুর তাপে, মাটিরা বিচূর্ণ
করে হৃদয় বিদীর্ণ মরুর দাহে।
আর জমাট মেঘের ভারে, গগন বিষন্ন
অবশ বারি ঝিরে আমার চোখে।
ক্ষুব্ধ ঝড়ের তোড়ে, পবন প্রসন্ন
অবসন্ন হয়ে করে, আমারে বিবশ জানি
কিসের শোকে?
শুষ্ক সাগরপাড়ে, ঢেউয়েরা প্রাণান্ত
অসীম চরাচর তাই আমারে যাচে।
বিরান অরণ্যের, শ্রান্ত বনান্ত
করে প্রাণ অশান্ত বিরূপ অসহ্যে।
আর স্তুপ বরফের আস্তরণে, পাহাড় ঘুমন্ত
কাঁদে আদ্র জাগরণে, বুকের ভাঁজে।
তীব্র স্রোতের নিশ্চুপ সম্ভাষণে, ঝরণা দুরন্ত
স্তব্ধ হয়ে করে, আমারে বিদ্ধ জানি
কিসের খোঁজে?
No comments:
Post a Comment