বিড়ালছানার শখ হলো, সে
রাজা হবে
বাড়ির পাশে,বন ছিলো এক
পাখি ছিল বনের ভেতর,ইঁদুর বিড়াল বেজি-খট্টাস
ছোটোবড়ো পশু ছিল
সেই বনে সে ঢুকলো গিয়ে
অবাকচোখে দেখছিল সে
পশুপাখি ডরায় কিনা-পালায় কিনা। কিন্তু একি!
ডরায় না কেউ, পালায় না কেউ!
কাছে এসে বলল সবাই, কেমন আছো বিড়ালছানা?
কদিন পরে বিড়ালছানা
গাল ফুলিয়ে রইল বসে
খায় না কিছ,কয়না কিছু
বলল সবাই,কী হয়েছে কী হয়েছে!
বলল ছানা বিড়বিড়িয়ে -
আমি হবো বনের রাজা!
তাই নাকি ভাই,তাই নাকি!
এইনা বলে-বিড়ালছানাকে মাথায় তুলে
হই হই হই হুররে হুরে
শ্লোগান-মিছিল হুড়োহুড়ি
বনের রাজা বিড়ালছানা
হই হই হই হুররে হুরে!
সূত্র : সোনার বাংলাদেশ
রাজা হবে
বাড়ির পাশে,বন ছিলো এক
পাখি ছিল বনের ভেতর,ইঁদুর বিড়াল বেজি-খট্টাস
ছোটোবড়ো পশু ছিল
সেই বনে সে ঢুকলো গিয়ে
অবাকচোখে দেখছিল সে
পশুপাখি ডরায় কিনা-পালায় কিনা। কিন্তু একি!
ডরায় না কেউ, পালায় না কেউ!
কাছে এসে বলল সবাই, কেমন আছো বিড়ালছানা?
কদিন পরে বিড়ালছানা
গাল ফুলিয়ে রইল বসে
খায় না কিছ,কয়না কিছু
বলল সবাই,কী হয়েছে কী হয়েছে!
বলল ছানা বিড়বিড়িয়ে -
আমি হবো বনের রাজা!
তাই নাকি ভাই,তাই নাকি!
এইনা বলে-বিড়ালছানাকে মাথায় তুলে
হই হই হই হুররে হুরে
শ্লোগান-মিছিল হুড়োহুড়ি
বনের রাজা বিড়ালছানা
হই হই হই হুররে হুরে!
সূত্র : সোনার বাংলাদেশ
No comments:
Post a Comment