মশার মেয়ে পুনপুনিটার যেই গজাল পাখা
উড়ার বড় শখ হলো তার—যায় না ধরে রাখা।
বায়না ধরে মায়ের কাছে: একটু আসি উড়ে?
মা বলল: আচ্ছা সোনা, যাসনে বেশি দূরে। উড়াল শেষে ড্রেনের মেয়ে ফিরল যখন ড্রেনে
মায়ের মুখে খুশির ঝলক, বলল বুকে টেনে:
ওরে আমার পুনপুনি রে, ওরে আমার পুনি,
এই তো হলো প্রথম ওড়া, উড়লি ক্যামন, শুনি!
বলল পুনি: ওই যে দূরে মানুষ জাতির ঘর
এক-উড়ালে জানলা দিয়ে ঢুকেছি ফরফর!
কেউ বা শুয়ে, কেউ দাঁড়িয়ে, ং বা ছিল বসা
যার কাছে যাই চেঁচিয়ে ওঠে: মশা-মশা-মশা!
তোমার মেয়ের উড়াল দেখে সবাই দিল তালি—
‘মারব তোকে’ বলে কেবল মুখেই দিল গালি!
সূত্র : প্রথম আলো
উড়ার বড় শখ হলো তার—যায় না ধরে রাখা।
বায়না ধরে মায়ের কাছে: একটু আসি উড়ে?
মা বলল: আচ্ছা সোনা, যাসনে বেশি দূরে। উড়াল শেষে ড্রেনের মেয়ে ফিরল যখন ড্রেনে
মায়ের মুখে খুশির ঝলক, বলল বুকে টেনে:
ওরে আমার পুনপুনি রে, ওরে আমার পুনি,
এই তো হলো প্রথম ওড়া, উড়লি ক্যামন, শুনি!
বলল পুনি: ওই যে দূরে মানুষ জাতির ঘর
এক-উড়ালে জানলা দিয়ে ঢুকেছি ফরফর!
কেউ বা শুয়ে, কেউ দাঁড়িয়ে, ং বা ছিল বসা
যার কাছে যাই চেঁচিয়ে ওঠে: মশা-মশা-মশা!
তোমার মেয়ের উড়াল দেখে সবাই দিল তালি—
‘মারব তোকে’ বলে কেবল মুখেই দিল গালি!
সূত্র : প্রথম আলো
No comments:
Post a Comment