মনেরই মত, রং চাই
আমি আকাশের কাছে।
আকাশ বলে, আমি-ই যে নীল
শুধু বেদনার নীলেই।
আমি হাত পেতে, সুখ চাই
দুঃখের কাছে।
দুঃখ আমায় বলে, দুঃখিত আমি যে
নিজেরই দুঃখেই।
বুকভরা, শ্বাস চাই
আমি বাতাসের কাছে।
বাতাস হেসে বলে, দীর্ঘশ্বাস আছে
তোমার বুকেই।
আমি চিৎকার করে, মৃত্যু চাই
জীবনের কাছে।
জীবনই কেঁদে বলে, তুমিতো মৃত
অনেক আগেই।
আমি আকাশের কাছে।
আকাশ বলে, আমি-ই যে নীল
শুধু বেদনার নীলেই।
আমি হাত পেতে, সুখ চাই
দুঃখের কাছে।
দুঃখ আমায় বলে, দুঃখিত আমি যে
নিজেরই দুঃখেই।
বুকভরা, শ্বাস চাই
আমি বাতাসের কাছে।
বাতাস হেসে বলে, দীর্ঘশ্বাস আছে
তোমার বুকেই।
আমি চিৎকার করে, মৃত্যু চাই
জীবনের কাছে।
জীবনই কেঁদে বলে, তুমিতো মৃত
অনেক আগেই।
No comments:
Post a Comment