প্রিয় পাঠক লক্ষ্য করুন

Monday, February 21, 2011

আর্তনাদ :: মনিরা চৌধুরী

মনেরই মত, রং চাই
আমি আকাশের কাছে।
আকাশ বলে, আমি-ই যে নীল
শুধু বেদনার নীলেই।
আমি হাত পেতে, সুখ চাই
দুঃখের কাছে।
দুঃখ আমায় বলে, দুঃখিত আমি যে
নিজেরই দুঃখেই।
বুকভরা, শ্বাস চাই
আমি বাতাসের কাছে।
বাতাস হেসে বলে, দীর্ঘশ্বাস আছে
তোমার বুকেই।
আমি চিৎকার করে, মৃত্যু চাই
জীবনের কাছে।
জীবনই কেঁদে বলে, তুমিতো মৃত
অনেক আগেই।

No comments:

Post a Comment

নির্বাচিত বিষয়গুলো দেখুন

Labels

মাসের পঠিত শীর্ষ দশ

 

জোনাকী | অনলাইন লাইব্রেরী © ২০১১ || টেমপ্লেট তৈরি করেছেন জোনাকী টিম || ডিজাইন ও অনলাইন সম্পাদক জহির রহমান || জোনাকী সম্পর্কে পড়ুন || জোনাকীতে বেড়াতে আসার জন্য ধন্যবাদ