আকাশ তুমি তারে, বাসিও ভালো তাহারই মতন করে। যদি সে ফিরিয়া, আসে কভূ আমারি তরে।
ওগো বাতাস তুমি তারে, সোহাগে জাড়াই ও আমারই মতন করে। সে যদি আসে গো, আমারি খোঁজে এ যে মিনতি আমার, শুধু তোমারি তরে। পৃথিবী তমি তারে, আগলে রাখিও তোমারি মতন করে। ফিরিয়া যদি, সে আসে কভূ আমারই মরণ পরে।
No comments:
Post a Comment