প্রিয় পাঠক লক্ষ্য করুন

Monday, February 21, 2011

অবশেষে :: মনিরা চৌধুরী

সোনালী ভোরে আমি হেসেছি কতই,
তবু পাইনি ঝিলিক কোন সোনাঝরা।
পূর্ণিমা রাতে আমি আমি চেয়েছি শত,
পাইনি ছোঁয়া তবু জোসনামাখা।
গোধূলী বিকেল বেলা খুঁজেছি যতই
পাইনি কোন রং দগন্ত জোড়া।
নীলিমার নীলে আমি মিশেছি যত
পেয়েছি ব্যথা, বেদনার নীলমাখা।
বৃষ্টির জলে আমি কেঁদেছি কতই,
পাইনি ছোঁয়া চোখে বৃষ্টি ধোয়া।
ঝরণার সাথে আমি মিলেছি কত
তবু পাইনি সোহাগ, জলে মমতামাখা।
শিশিরভেজা ঘাসে, দাঁড়িয়ে থেকেও
পাইনি সবুজের শ্যামল মায়া।
সাগর মোহনায় , ভেসেছি যতই
পেয়েছি ব্যথার ঢেউ কান্নামাখা।

No comments:

Post a Comment

নির্বাচিত বিষয়গুলো দেখুন

Labels

মাসের পঠিত শীর্ষ দশ

 

জোনাকী | অনলাইন লাইব্রেরী © ২০১১ || টেমপ্লেট তৈরি করেছেন জোনাকী টিম || ডিজাইন ও অনলাইন সম্পাদক জহির রহমান || জোনাকী সম্পর্কে পড়ুন || জোনাকীতে বেড়াতে আসার জন্য ধন্যবাদ