সোনালী ভোরে আমি হেসেছি কতই,
তবু পাইনি ঝিলিক কোন সোনাঝরা।
পূর্ণিমা রাতে আমি আমি চেয়েছি শত,
পাইনি ছোঁয়া তবু জোসনামাখা।
গোধূলী বিকেল বেলা খুঁজেছি যতই
পাইনি কোন রং দগন্ত জোড়া।
নীলিমার নীলে আমি মিশেছি যত
পেয়েছি ব্যথা, বেদনার নীলমাখা।
বৃষ্টির জলে আমি কেঁদেছি কতই,
পাইনি ছোঁয়া চোখে বৃষ্টি ধোয়া।
ঝরণার সাথে আমি মিলেছি কত
তবু পাইনি সোহাগ, জলে মমতামাখা।
শিশিরভেজা ঘাসে, দাঁড়িয়ে থেকেও
পাইনি সবুজের শ্যামল মায়া।
সাগর মোহনায় , ভেসেছি যতই
পেয়েছি ব্যথার ঢেউ কান্নামাখা।
তবু পাইনি ঝিলিক কোন সোনাঝরা।
পূর্ণিমা রাতে আমি আমি চেয়েছি শত,
পাইনি ছোঁয়া তবু জোসনামাখা।
গোধূলী বিকেল বেলা খুঁজেছি যতই
পাইনি কোন রং দগন্ত জোড়া।
নীলিমার নীলে আমি মিশেছি যত
পেয়েছি ব্যথা, বেদনার নীলমাখা।
বৃষ্টির জলে আমি কেঁদেছি কতই,
পাইনি ছোঁয়া চোখে বৃষ্টি ধোয়া।
ঝরণার সাথে আমি মিলেছি কত
তবু পাইনি সোহাগ, জলে মমতামাখা।
শিশিরভেজা ঘাসে, দাঁড়িয়ে থেকেও
পাইনি সবুজের শ্যামল মায়া।
সাগর মোহনায় , ভেসেছি যতই
পেয়েছি ব্যথার ঢেউ কান্নামাখা।
No comments:
Post a Comment