প্রিয় পাঠক লক্ষ্য করুন

Wednesday, February 9, 2011

শীতের সকালে কি করতে পারেন :: নাইমুর রশিদ লিখন

শীতের সকালে কি করতে পারেন—

* সকালে ঘুম থেকে ওঠে আগুন জ্বালিয়ে হাত-পা গরম করতে পারেন। তবে খবরদার, ভুলেও পুরো বাড়িটা আগুনে জ্বালিয়ে হাত-পা গরম করবেন না কিন্তু।
* রস চুরির মহান পেশায় নিযুক্ত হতে পারেন। তবে খবরদার, ইসমাইলের মতো রসের বদলে ইয়ে খাবেন না কিন্তু।
* অতি কুয়াশার মধ্যে প্রেমিকার সঙ্গে দেখা করতে যেতে পারেন, ধরা খাওয়ার চান্স কম। তবে প্রেমিকার বাবা জগিং করেন কি-না জেনে নেবেন।

* সকালে উঠেই লেগে যান ঝাকানাকা বাংলা সিনেমা দেখতে। মেজাজসহ পুরো শরীর গরম হবেই।

* আর যদি কোনো কাজ না থাকে সোজা টয়লেটে চলে যান। বসে বসে ভিমরুলে লেখার চিন্তা করুন। এই আইডিয়াগুলো কিন্তু আমার ওখান থেকেই পাওয়া।

* আর হ্যাঁ, গরম পানিতে গোসল করতে পারেন। তবে পুকুরের চারপাশে চুলা কেটে আগুন জ্বালিয়ে পুরো পুকুরের পানি গরম করতে যাবেন না কিন্তু।

No comments:

Post a Comment

নির্বাচিত বিষয়গুলো দেখুন

Labels

মাসের পঠিত শীর্ষ দশ

 

জোনাকী | অনলাইন লাইব্রেরী © ২০১১ || টেমপ্লেট তৈরি করেছেন জোনাকী টিম || ডিজাইন ও অনলাইন সম্পাদক জহির রহমান || জোনাকী সম্পর্কে পড়ুন || জোনাকীতে বেড়াতে আসার জন্য ধন্যবাদ