প্রিয় পাঠক লক্ষ্য করুন

Wednesday, February 9, 2011

আমারও ইচ্ছা ছিল :: আবুল মোমেন

আমারও ইচ্ছা ছিল তোমাদের মতো খেটে খাব,
দিনদিন খাটুনি বাড়ালে এত আমার পা
যাই-যাই মন পালাই-পালাই করে,
বল, বাগ মানানো যায় এভাবে? নিরুদ্দিষ্ট মন তোমাকে আশ্রয় করে
বাঁচবে বলে সান্নিধ্যের ছলে ফেরে। হেসে ওঠো তুমি,
হায়, ধরা পড়ে গেল ছল? নাকি প্রশ্রয় ঝরল
অবশেষে?

দুর্বলের মন বর্ষাভাবে ভরাট পৃথুলা
তবে তুমি কেন তন্বী এত? ছিমছাম শরীর তোমার
খাটুনির চিহ্ন নেই, উদাস সুন্দর হয়ে
শিকড় উপড়াও দু’হাতে।

শিকলে লেগেছে টান, কষে
বসে যাচ্ছে মাংস-মন কেটে।
খাটুনির দেখেছ কি আগে—
দ্যাখ না এবার কে কাকে আনতে পারে বাগে।

No comments:

Post a Comment

নির্বাচিত বিষয়গুলো দেখুন

Labels

মাসের পঠিত শীর্ষ দশ

 

জোনাকী | অনলাইন লাইব্রেরী © ২০১১ || টেমপ্লেট তৈরি করেছেন জোনাকী টিম || ডিজাইন ও অনলাইন সম্পাদক জহির রহমান || জোনাকী সম্পর্কে পড়ুন || জোনাকীতে বেড়াতে আসার জন্য ধন্যবাদ