প্রিয় পাঠক লক্ষ্য করুন

Monday, February 21, 2011

বিষাদিত সন্ধ্যায় :: মনিরা চৌধুরী

হারায়েছ তুমি যে , কোথায় কখন
জানা নাই কিছু মোর।
ভাবিতে ভাবিতে , সে কথা আজও
রাতি হয় যায় মোর ভোর।

কতযে কথা বলিতে তুমি ,
মন্ত্রমুগ্ধ হয়ে শুনিতাম কি নিবিড়!
মনে তো আর পড়ে না কিছুই,
শুধু ভারী হয় বুক বেদনায় সগভীর।
কতকাল বল দেখিনা তোমায়,
নয়ন সমূখে আসনা তো তুমি আর।
স্বপনে শুধুই , দেখি যে তোমায়
ডাকি যে কেবল বারেবারে।
আজও মনে হয়, যেন শ্রবণে আমার
দূর থেকে শুনি তব কন্ঠধ্বনি।
এ শুধু ভ্রম মোর,
জানি ডাকিবেনা আর কোনদিনই।
জন কি তুমি ? আছ যে আমার
দাঁড়ায়ে স্মৃতির বারান্দায়।
আজও তবু তাই , সুবাসিত করো মোরে
সুরভিত রজনীগন্ধায়।
ক্ষণিক হাসিয়া , শুধু একটিবারের তরে
বলো না বাবা, মনে কি পড়ে না আমায়?
যদিও বা আমি ,গিয়াছি ভুলে সকলি
তবু মনে পড়ে তব মুখখানি, আজও বিষাদিত সন্ধ্যায়।

No comments:

Post a Comment

নির্বাচিত বিষয়গুলো দেখুন

Labels

মাসের পঠিত শীর্ষ দশ

 

জোনাকী | অনলাইন লাইব্রেরী © ২০১১ || টেমপ্লেট তৈরি করেছেন জোনাকী টিম || ডিজাইন ও অনলাইন সম্পাদক জহির রহমান || জোনাকী সম্পর্কে পড়ুন || জোনাকীতে বেড়াতে আসার জন্য ধন্যবাদ