পুলিশ আমি
পুলিশ আমি সদা রাইট
সরকারের গোলাম,
আইন আমার হাতের মুঠোয়
দিতে হবে জানান।এক নারীরে দেখে সেদিন
হয়েছিলাম ব্যাকুল,
সহাস্যে জানিয়ে ছিলাম
আমি আমার আকুল।
লজ্জার নারীর হাত ধরে
দিলাম একটান,
ঐ নারী তেড়ে আসল
হয়ে আগুয়ান।
বললাম আমি কাপড় খুলো
করনা ঝামেলা,
পুলিশের কাজে বাধা দিলে
করিব মামলা।
ওমনি নারী চুপে গেল
কাজ সারিলাম একা,
কে আমারে করবে আজি
একটু বোকা ঝোকা?
(সংগৃহিত)
পুলিশ আমি সদা রাইট
সরকারের গোলাম,
আইন আমার হাতের মুঠোয়
দিতে হবে জানান।এক নারীরে দেখে সেদিন
হয়েছিলাম ব্যাকুল,
সহাস্যে জানিয়ে ছিলাম
আমি আমার আকুল।
লজ্জার নারীর হাত ধরে
দিলাম একটান,
ঐ নারী তেড়ে আসল
হয়ে আগুয়ান।
বললাম আমি কাপড় খুলো
করনা ঝামেলা,
পুলিশের কাজে বাধা দিলে
করিব মামলা।
ওমনি নারী চুপে গেল
কাজ সারিলাম একা,
কে আমারে করবে আজি
একটু বোকা ঝোকা?
(সংগৃহিত)
No comments:
Post a Comment