প্রিয় পাঠক লক্ষ্য করুন

Monday, February 21, 2011

ভালবাসার রকমফের :: মনিরা চৌধুরী

মায়ের ভালবাসা,
শিশুর আধো আধো বোল
শিশুর ভালবাসা,
প্রিয় মায়েরই আঁচল।

পাখিদের ভালবাসা,
সুনীল আকাশ।
ভ্রমরের ভালবাসা, ফুলেরই সুবাস।
প্রেমিকার ভালবাসা,
প্রেমিকের প্রলাপ।
বন্ধুর ভালবাসা,
বন্ধুর হাতে পাওয়া একটি গোলাপ।

চাঁদেরই ভালবাসা,
মেঘ সরে যাওয়া।
বৃষ্টির ভালবাসা,
ঝড়ো দখিনা হাওয়া ।

ঝরণারই ভালবাসা,
হয় পাহাড় যদি ।
তবে সাগরেরও ভালবাসা,
বহতা নদী।

No comments:

Post a Comment

নির্বাচিত বিষয়গুলো দেখুন

Labels

মাসের পঠিত শীর্ষ দশ

 

জোনাকী | অনলাইন লাইব্রেরী © ২০১১ || টেমপ্লেট তৈরি করেছেন জোনাকী টিম || ডিজাইন ও অনলাইন সম্পাদক জহির রহমান || জোনাকী সম্পর্কে পড়ুন || জোনাকীতে বেড়াতে আসার জন্য ধন্যবাদ