প্রিয় পাঠক লক্ষ্য করুন

Tuesday, March 15, 2011

আমাদের সমস্যা, আমাদেরকেই এগিয়ে আসতে হবে ।। তারেক হাসান

বিদ্যুতের ব্যবস্হাপনায় আমাদেরো অনেক কিছু করার ছিল। ঘরে ঘরে এখন আমরা আইপিএস ব্যাবহার করছি। তাতে বিদ্যুৎ থাকাকালীন লোডের পরিমান আরো বেড়ে গেছে। আমরাকি আইপিএস না কিনে সোলার প্যানেলের কথা ভাবতে পারিনা? অন্তত যাদের সামর্থ আছে, তারা?

দেশে অপ্রয়োজনীয় ৭টা মোবাই কম্পানি আমাদের অমূল্য বিদ্যুৎ শোষন করছে। রাস্তায় বড় বড় বিলবোর্ডগুলো তাদের আকৃতির মতই বিশাল পরিমান বিদ্যুৎ খাচ্ছে। শপিংমলগুলো ৭ দিন রাত ১২ টা পর্যন্ত খোলা রাখার কি আদো দরকার আছে। দিনের আলোয় কিংবা বন্ধের দিনে কি শপিং সেরে নেয়া যায়না?


স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে প্রায়সময় ফাঁকারুমে ফ্যান ঘুরতে দেখা যায়। এছাড়া বর্তমানের অফিসগুলোও ইন্টেরিয়র ডেকোরেশনের নামে অপ্রয়োজনীয় আলো জ্বালায়। আমাদের ব্যাবহারের প্রতিটা ক্ষেত্রে এরকম আরো অসংখ অপচয়ের উদাহরন আছে।


সরকারের উচিৎ ছিল জিয়ার নাম না বদলে সে টাকা দিয়ে সোলার প্যানেল কিনে বিনামূল্যে গ্রামের কৃষকদের বিতরন করা। অন্তত আমাদের খাদ্যঘাটতির দুশ্চিন্তা করতে হতনা।

No comments:

Post a Comment

নির্বাচিত বিষয়গুলো দেখুন

Labels

মাসের পঠিত শীর্ষ দশ

 

জোনাকী | অনলাইন লাইব্রেরী © ২০১১ || টেমপ্লেট তৈরি করেছেন জোনাকী টিম || ডিজাইন ও অনলাইন সম্পাদক জহির রহমান || জোনাকী সম্পর্কে পড়ুন || জোনাকীতে বেড়াতে আসার জন্য ধন্যবাদ