প্রিয় পাঠক লক্ষ্য করুন

Tuesday, March 8, 2011

বিশ্বের সবচেয়ে কমবয়সী নানী

বয়স তার মাত্র ২৩। এরই মধ্যে তিনি নানী হয়ে গেছেন। তিনি রিফকা স্ট্যানেসকু। আর তাতেই তিনি বিশ্বের সবচেয়ে কম বয়সী নানীর রেকর্ড গড়েছেন। মাত্র ১২ বছর বয়সে তিনি প্রথম সন্তান মারিয়ার জন্ম দিয়েছিলেন। এখন মেয়েকে পরামর্শ দিচ্ছেন- সে যেন রিফকার পদাঙ্ক অনুসরণ না করে। কিন্তু কে শোনে কার কথা। মেয়ে মারিয়া যেন মায়ের চেয়ে একধাপ এগিয়ে গেলেন। সে মা হয়েছে মাত্র ১১ বছর বয়সে। সে জন্ম দিয়েছে একটি পুত্র সন্তান।
রিফকার বয়স যখন ১১ বছর তখন তিনি বিয়ে করেন স্বর্ণ ব্যবসায়ী স্ট্যানেসকুকে। তখন স্ট্যানেসকুর বয়স ১৩ বছর। বিয়ে করেই তারা পালিয়েছিলেন। কারণ রিফকার ভয় ছিল, তার পিতা তাকে রুমানিয়ার আরেক গ্রামের এক পুরুষের সঙ্গে বিয়ে দিয়ে দেবেন। তার পরই গড়েন ওই ইতিহাস। তার মেয়ে মারিয়া একটি পুত্র সন্তানের জন্ম দেওয়ায় রিফকার মা অর্থান মারিয়ার নানী ৪০ বছর বয়সে প্রমাতামহী হওয়ার গৌরব অর্জন করেছেন। মারিয়া একটি পুত্র সন্তানের মা হওয়ার এক বছর পর আরেক পুত্র নিকোলাই জন্ম নেয়। এর পরই রিফকা তার মেয়ে মারিয়াকে স্কুলে ব্যস্ত রাখার চেষ্টা করছেন। বৃটেনে সবচেয়ে কম বয়সে নানী হয়েছেন ইয়র্কের রোথারহ্যামের ২৬ বছর বয়সী এক নারী। ১৯৯৯ সালে তার মেয়ে ১২ বছর বয়সে একটি সন্তান প্রসব করেছিল।

সূত্র : মানবজমিন

No comments:

Post a Comment

নির্বাচিত বিষয়গুলো দেখুন

Labels

মাসের পঠিত শীর্ষ দশ

 

জোনাকী | অনলাইন লাইব্রেরী © ২০১১ || টেমপ্লেট তৈরি করেছেন জোনাকী টিম || ডিজাইন ও অনলাইন সম্পাদক জহির রহমান || জোনাকী সম্পর্কে পড়ুন || জোনাকীতে বেড়াতে আসার জন্য ধন্যবাদ