প্রিয় পাঠক লক্ষ্য করুন

Monday, March 7, 2011

চেনা সে দৃশ্যপট by জহির রহমান

নিশ্চুপ বসা নি:স্ব আমি একা
অপলকে ছেয়ে আছি
দূর কোন পরিচিত দৃশ্য।

চোখে আমার দৃশ্য ঠিকই
মন ভাবে শুধু তারে
অচেনা সে দূর গাঁয়ের
ভাল আমি বাসি যারে। আনমনে তাই ভাবছি বসে
ভবিষ্যত বা কোন অতীত নিয়ে
সবখানেতে আছে সে আমার
ভেবে চলেছি তা নীরবে।

প্রথম যেদিন দেখি তাকে
পারিনা ভুলতে কোন ভাবে
আমার হৃদয়ে তার দৃশ্য আঁকা।

হঠাৎ দূরে দেখি আমি
কে যেন আসছে পথে
এক পলকে তাকিয়ে থাকি
চেনা সে দৃশ্যপটে।

০৪/০৩/২০১১

2 comments:

  1. সে এখন কার? অন্যের না আপনার?

    ReplyDelete
  2. অচেনা এক পড়শী খুঁজে কাটলো সকাল কাটলো দুপুর

    ReplyDelete

নির্বাচিত বিষয়গুলো দেখুন

Labels

মাসের পঠিত শীর্ষ দশ

 

জোনাকী | অনলাইন লাইব্রেরী © ২০১১ || টেমপ্লেট তৈরি করেছেন জোনাকী টিম || ডিজাইন ও অনলাইন সম্পাদক জহির রহমান || জোনাকী সম্পর্কে পড়ুন || জোনাকীতে বেড়াতে আসার জন্য ধন্যবাদ