নিশ্চুপ বসা নি:স্ব আমি একা
অপলকে ছেয়ে আছি
দূর কোন পরিচিত দৃশ্য।
চোখে আমার দৃশ্য ঠিকই
মন ভাবে শুধু তারে
অচেনা সে দূর গাঁয়ের
ভাল আমি বাসি যারে। আনমনে তাই ভাবছি বসে
ভবিষ্যত বা কোন অতীত নিয়ে
সবখানেতে আছে সে আমার
ভেবে চলেছি তা নীরবে।
প্রথম যেদিন দেখি তাকে
পারিনা ভুলতে কোন ভাবে
আমার হৃদয়ে তার দৃশ্য আঁকা।
হঠাৎ দূরে দেখি আমি
কে যেন আসছে পথে
এক পলকে তাকিয়ে থাকি
চেনা সে দৃশ্যপটে।
০৪/০৩/২০১১
অপলকে ছেয়ে আছি
দূর কোন পরিচিত দৃশ্য।
চোখে আমার দৃশ্য ঠিকই
মন ভাবে শুধু তারে
অচেনা সে দূর গাঁয়ের
ভাল আমি বাসি যারে। আনমনে তাই ভাবছি বসে
ভবিষ্যত বা কোন অতীত নিয়ে
সবখানেতে আছে সে আমার
ভেবে চলেছি তা নীরবে।
প্রথম যেদিন দেখি তাকে
পারিনা ভুলতে কোন ভাবে
আমার হৃদয়ে তার দৃশ্য আঁকা।
হঠাৎ দূরে দেখি আমি
কে যেন আসছে পথে
এক পলকে তাকিয়ে থাকি
চেনা সে দৃশ্যপটে।
০৪/০৩/২০১১
সে এখন কার? অন্যের না আপনার?
ReplyDeleteঅচেনা এক পড়শী খুঁজে কাটলো সকাল কাটলো দুপুর
ReplyDelete