ভালবাসা তুমি যে
নিত্য সকাল সাঁঝে, হৃদয় গগনমাঝে
হও জমানো বাদল
চাইলেই ঝরো, অবিরাম
কারো ভিজাতে অন্তঃস্থল।
তুমি কখনো ভালবাস
দুঃখ পাহাড়ঘেষা, কষ্ট আবির মেশা
হয়ে ঝরণা ধারা।
ডাকলেই আসো, ছুটে নিরন্তর
কাউকে করো তুমি সর্বহারা।
কখনো আবার তুমি
বুক পাজরে রাখা, প্রাণ সরোবরে জাগা
হয়ে কোন উথলানো ঢেউ
ইচ্ছেমত তুমি, হওযে কারো
নিজের করো কারো কেউ ।
নিত্য সকাল সাঁঝে, হৃদয় গগনমাঝে
হও জমানো বাদল
চাইলেই ঝরো, অবিরাম
কারো ভিজাতে অন্তঃস্থল।
তুমি কখনো ভালবাস
দুঃখ পাহাড়ঘেষা, কষ্ট আবির মেশা
হয়ে ঝরণা ধারা।
ডাকলেই আসো, ছুটে নিরন্তর
কাউকে করো তুমি সর্বহারা।
কখনো আবার তুমি
বুক পাজরে রাখা, প্রাণ সরোবরে জাগা
হয়ে কোন উথলানো ঢেউ
ইচ্ছেমত তুমি, হওযে কারো
নিজের করো কারো কেউ ।
No comments:
Post a Comment