প্রিয় পাঠক লক্ষ্য করুন

Tuesday, March 15, 2011

বাস্তবতা

নীল আকাশ
মেঘে ঢাকা
তবুও তারারা
তবুও উকি দেয় মিট মিট করে
তবুও উকি ঝুকি করে হাজারো শিক্ত চোখ
তবুও অস্পষ্ট পাঙশু সো মুখ
বাক হীন নিরব নিস্তব্দতায়
স্তব্দ হয়ে পড়ে, তবুও অকাতরে চেয়ে থাকে
যদি পিরে আসে চোখের পাতায়
কিন্তু হয়ে সপ্ন হয়ে, বাস্তবে আসেনা।

No comments:

Post a Comment

নির্বাচিত বিষয়গুলো দেখুন

Labels

মাসের পঠিত শীর্ষ দশ

 

জোনাকী | অনলাইন লাইব্রেরী © ২০১১ || টেমপ্লেট তৈরি করেছেন জোনাকী টিম || ডিজাইন ও অনলাইন সম্পাদক জহির রহমান || জোনাকী সম্পর্কে পড়ুন || জোনাকীতে বেড়াতে আসার জন্য ধন্যবাদ