একটা মানুষ কতখানি
হাসতে পারে ভাই?
হাসির জ্বালায় মরণ প্রায়
শুনেন বলে যাই।
ঘুম ভাঙ্গে ক্যামনে জানেন?
পাখিতে নয়, হাসিতে
দিনে হাসে, রাতেও হাসে,
হাসে গরম শীতে। কইষ্যা একটা চড় লাগান তারে
হাসি চলে আসবে,
হাসির কথা জিগায় দেখেন
তাতেও খালি হাসবে।
ফোন করেছেন? একটা হাসি
শুনবেন হ্যালো'র আগে,
সুখেও হাসে দুঃখেও হাসে
হাসে ক্ষোভে রাগে।
এমন ফাঁদে পড়ছিরে ভাই
করি কি এখন উপায়,
একটা কিছু না করিলে
আমি বড় নিরুপায়।
রাগ করে থাকা দায়
এমন মানুষটির সাথে,
হঠাৎ হঠাৎ হেসে উঠে
ঘুমের ঘরে রাতে।
নগর কবি পাইতেন যদি
এমন লোকটার খোঁজ,
হাসির নামে কবিতা
লিখতেন একটা করে রোজ।
তার হাসিতে ক্লান্ত নাই রে ভাই
তবু না সে থামে,
পরিচিত সবাই ওকে
চেনে হাসি নামে
হাসতে পারে ভাই?
হাসির জ্বালায় মরণ প্রায়
শুনেন বলে যাই।
ঘুম ভাঙ্গে ক্যামনে জানেন?
পাখিতে নয়, হাসিতে
দিনে হাসে, রাতেও হাসে,
হাসে গরম শীতে। কইষ্যা একটা চড় লাগান তারে
হাসি চলে আসবে,
হাসির কথা জিগায় দেখেন
তাতেও খালি হাসবে।
ফোন করেছেন? একটা হাসি
শুনবেন হ্যালো'র আগে,
সুখেও হাসে দুঃখেও হাসে
হাসে ক্ষোভে রাগে।
এমন ফাঁদে পড়ছিরে ভাই
করি কি এখন উপায়,
একটা কিছু না করিলে
আমি বড় নিরুপায়।
রাগ করে থাকা দায়
এমন মানুষটির সাথে,
হঠাৎ হঠাৎ হেসে উঠে
ঘুমের ঘরে রাতে।
নগর কবি পাইতেন যদি
এমন লোকটার খোঁজ,
হাসির নামে কবিতা
লিখতেন একটা করে রোজ।
তার হাসিতে ক্লান্ত নাই রে ভাই
তবু না সে থামে,
পরিচিত সবাই ওকে
চেনে হাসি নামে
No comments:
Post a Comment