সিংহ যদি বিড়াল হত
ব্যঘ্র হত রাজা,
শিয়াল যদি গরু হত
চাষীর হত সাজা।
মানুষ যদি বোবা হত
কথা বলত ব্যাঙ,
কথায় কথায় ঝগড়া হত
গ্যাঙ গ্যাঙ গ্যাঙ। সাপের যদি বিষ না থাকত
নেউল হত খুশি,
মশার জ্বালায় অস্থির হয়ে
বিছনা মুড়ে বসি।
মোরগ যখন শিয়াল মামার
দোস্ত হতে চায়,
ইঁদুর বলে- বিড়াল মামা
আমার কি উপায়।
ছাগল বেটা সাহস করে
কসাইয়ের টুটি ধরে,
আজকে হতে জবাই বন্ধ
বলে দিলাম তোরে।
Youtube এ দেখুন
সূত্র : http://www.opest.net/7978.post
ব্যঘ্র হত রাজা,
শিয়াল যদি গরু হত
চাষীর হত সাজা।
মানুষ যদি বোবা হত
কথা বলত ব্যাঙ,
কথায় কথায় ঝগড়া হত
গ্যাঙ গ্যাঙ গ্যাঙ। সাপের যদি বিষ না থাকত
নেউল হত খুশি,
মশার জ্বালায় অস্থির হয়ে
বিছনা মুড়ে বসি।
মোরগ যখন শিয়াল মামার
দোস্ত হতে চায়,
ইঁদুর বলে- বিড়াল মামা
আমার কি উপায়।
ছাগল বেটা সাহস করে
কসাইয়ের টুটি ধরে,
আজকে হতে জবাই বন্ধ
বলে দিলাম তোরে।
Youtube এ দেখুন
সূত্র : http://www.opest.net/7978.post
No comments:
Post a Comment