প্রিয় পাঠক লক্ষ্য করুন

Wednesday, March 16, 2011

স্বপ্নহার - ৪ ।। নাইয়াদ

সন্ধে হলো জোনাক জ্বলে বাশ পাহাড়ে।
হুক্কাহুয়ায় শেয়াল দোলে নকশী-কাঁথার মাঠ পেরিয়ে
নগ্ন নিজন নীল কুয়াশায়
উথালচুলের উড়াল-গন্ধ কনকচাঁপার রাতে,
আগল-খোলা বোকা-পাগল কাঁপা গলায়
গান গেয়ে যায় স্বপ্নমালা হাতে। নীল নদীটির নিবিড় পারে,
ঘুম পাওয়া রোদ চমকে চেয়ে
অলস পায়ে যখন হাটে
মাঘী মাঠের ন্যাবাধরা শুন্যতাতে,
ঠিক তখনই আমার বুকের গভীর থেকে
স্বপ্নগুলো ঝাপটে ডানা
অফুস্টে কি কইতে কইতে নড়েচড়ে।

স্বপ্ন ওড়ে।
স্বপ্ন ওড়ে।বারে বারে

No comments:

Post a Comment

নির্বাচিত বিষয়গুলো দেখুন

Labels

মাসের পঠিত শীর্ষ দশ

 

জোনাকী | অনলাইন লাইব্রেরী © ২০১১ || টেমপ্লেট তৈরি করেছেন জোনাকী টিম || ডিজাইন ও অনলাইন সম্পাদক জহির রহমান || জোনাকী সম্পর্কে পড়ুন || জোনাকীতে বেড়াতে আসার জন্য ধন্যবাদ