প্রিয় পাঠক লক্ষ্য করুন

Saturday, March 12, 2011

স্বপ্নহার - ২ ।। নাইয়াদ

আমার কিছু স্বপ্ন ছিলো
স্বপ্ন দিয়ে মালা গাঁথি
স্বপ্নমালা।
তোমায় নিয়ে ঘুরে বেড়াই বনে বনে,
মনে মনে।
কাল রাতেতে স্বপ্ন বেয়ে গিয়েছিলাম নদীর ধারে।
শিশির ভেজা লাল ঘাসেতে দেখে এলাম আমরা দুজন;
চুপিসারে পা পা করে হাটছে হরিন;
যেমন করে শিশু হাটে। রোদের সঙ্গে ছায়ার বিয়ে,
আলোর সঙ্গে দেয়ালা করে কালো।
হাতে হাতে হাত মিলিয়ে,
শব্দ আর গন্ধরা সব যুগলবন্দী খেলে
থাবার চড়ে রোদের ঝালর ঝাপটে ছিড়ে লাফিয়ে উঠে চিতা
শিহর তুলে হরিন ওড়ে
শিশির ভেজা হীরে-মানিক ভোরে।
চমকে বেড়ায় চিকণ চিতা,
চিকুর তোলা চিল।
আলো ছায়া সাপের খেলা,
অনন্য;কিলবিল

No comments:

Post a Comment

নির্বাচিত বিষয়গুলো দেখুন

Labels

মাসের পঠিত শীর্ষ দশ

 

জোনাকী | অনলাইন লাইব্রেরী © ২০১১ || টেমপ্লেট তৈরি করেছেন জোনাকী টিম || ডিজাইন ও অনলাইন সম্পাদক জহির রহমান || জোনাকী সম্পর্কে পড়ুন || জোনাকীতে বেড়াতে আসার জন্য ধন্যবাদ