প্রিয় পাঠক লক্ষ্য করুন

Saturday, March 26, 2011

ছেলেবেলা- ০১ ।। বাবুল হোসেইন

রাতের বেলা ঘুমের খেলা স্বপ্ন দেখা সারাবেলা

হাজার হাজার রঙের মাঝে ভীষন নাজুক ছেলেবেলা।

মাঝপুকুরে শাপলা ফুটে ভীষন রকম বায়না বুকে

শাপলা আমায় দিতেই হবে কান্নাকাটির হল্লা চুকে।
বিকেল বেলার রাস্তাঘাট দস্যি ছেলে মাতায় মাঠ

কানামাছি, গোল্লাছোট আর বউছি খেলার বসে হাট।

চাচা মামার ভীষন শাষন মারামারি এবং ভাষন

এক কানেতে ঢুকতে দিতাম অন্য কানে সঞ্চালন।

পাশের বাড়ীর আম বাগানে মাঝে মাঝে ফুলবাগানে

দস্যিপনার মেলা হত রাত্রি এবং দিন যাপনে।

পুকুর ধারে নেবুর তলে জ্বোনাকগুলো নেভে জ্বলে

হাত বাড়ালেই ধরতে পারি ছেলেবেলা এলেবেলে।

No comments:

Post a Comment

নির্বাচিত বিষয়গুলো দেখুন

Labels

মাসের পঠিত শীর্ষ দশ

 

জোনাকী | অনলাইন লাইব্রেরী © ২০১১ || টেমপ্লেট তৈরি করেছেন জোনাকী টিম || ডিজাইন ও অনলাইন সম্পাদক জহির রহমান || জোনাকী সম্পর্কে পড়ুন || জোনাকীতে বেড়াতে আসার জন্য ধন্যবাদ