প্রিয় পাঠক লক্ষ্য করুন

Saturday, March 26, 2011

ছেলেবেলা- ০৪ ।। বাবুল হোসেইন

হরিৎ আকাশ দেখে দেখে সময় কেটে যায়

মেঘের ভেলায় বৃষ্টি কেন উড়ে উড়ে যায়।

হাজার রকম প্রশ্ন মনে কাকে বলি খুলে

গোলাপ কেন লাল হল কি আছে এর মূলে।পাহাড় কেন এমন উঁচু বংশ কি তার বলো

নদীর এমন খরস্রোতা মন কোথায় হারালো?

আকাশ কেন এত উঁচু তারাগুলো দূরে

হাট বাজারে রোজ কেন এত্ত মানুষ ঘুরে।

বাবা কেন এমন বড় আমার মত নয়

মামা কেন এমন বেকুব চুপচাপ রয়।

ফড়িংগুলো কেন উড়ে নীল আকাশের নীলে

শাপলা কেন ফুটে থাকে নদী এবং ঝিলে।

কিসের টানে এত্ত মানুষ ছুটছে দিগ্বিদিক

এত্ত বড় পৃথিবীটার কে দেয় রিযিক।

No comments:

Post a Comment

নির্বাচিত বিষয়গুলো দেখুন

Labels

মাসের পঠিত শীর্ষ দশ

 

জোনাকী | অনলাইন লাইব্রেরী © ২০১১ || টেমপ্লেট তৈরি করেছেন জোনাকী টিম || ডিজাইন ও অনলাইন সম্পাদক জহির রহমান || জোনাকী সম্পর্কে পড়ুন || জোনাকীতে বেড়াতে আসার জন্য ধন্যবাদ