আমাদের সবারই হয়তো ধারণা একমাত্র মানুষেরই আবেগ-অনুভূতি রয়েছে। অন্য কোনো প্রাণীর মধ্যে এসব দেখা যায় না। কিন্তু বিজ্ঞানীরা বলছেন, তারা গবেষণা করে দেখেছেন কেবল মানুষই নয়, মুরগির মধ্যেও রয়েছে আবেগ। আর সেই আবেগের বশবর্তী হয়ে অন্য মুরগির প্রতি সহমর্মিতা দেখায় তারা। এ বিষয়টি নিয়ে গবেষণা করেছেন ইউনিভার্সিটি অব ব্রিস্টলের দ্য স্কুল অব ভেটেরিনারি সায়েন্সেসের গবেষকরা । সূত্র : বিবিসি বিজ্ঞানীরা জানিয়েছেন, সহমর্মিতাবোধ কেবল মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য হিসেবেই ধরা হয়। আর এই আবেগের বশবর্তী হয়েই একে অন্যের সুখ-দুঃখ ভাগাভাগি করা যায়। সম্প্রতি মুরগির মধ্যেও এই বৈশিষ্ট্যটি খুঁজে পাওয়া গেছে।
গৃহপালিত মুরগি কেবল সহমর্মিতাই দেখায় না, তারা অন্য মুরগির দুঃখ বুঝতে পারে এবং আন্তরিকভাবেই তাদের পাশে গিয়ে দাঁড়ায়। গবেষকদের মতে, মুরগির আবেগের এই ধরন উদ্ভাবনের ফলে ফার্ম এবং অন্যান্য ল্যাবরেটরির প্রাণী গবেষণায় কাজে আসবে। পাশাপাশি সন্তানের প্রতি অভিভাবকের যত্নের বিষয়টি গবেষণায় কাজে লাগবে।
মুরগির মধ্যে আবেগ থাকার কারণেই তার মধ্যে ভালোবাসা, ঘৃণাবোধ, প্রতিহিংসা এবং আত্মকেন্দ্রিকতাও রয়েছে। এমনকি মুরগির মধ্যে রাজনীতির বৈশিষ্ট্যও দেখা যায়। মুরগি নিয়ে এই গবেষণার ফল প্রকাশিত হয়েছে প্রসিডিংস অব দ্য রয়েল সোসাইটি বি সাময়িকীতে।
গৃহপালিত মুরগি কেবল সহমর্মিতাই দেখায় না, তারা অন্য মুরগির দুঃখ বুঝতে পারে এবং আন্তরিকভাবেই তাদের পাশে গিয়ে দাঁড়ায়। গবেষকদের মতে, মুরগির আবেগের এই ধরন উদ্ভাবনের ফলে ফার্ম এবং অন্যান্য ল্যাবরেটরির প্রাণী গবেষণায় কাজে আসবে। পাশাপাশি সন্তানের প্রতি অভিভাবকের যত্নের বিষয়টি গবেষণায় কাজে লাগবে।
মুরগির মধ্যে আবেগ থাকার কারণেই তার মধ্যে ভালোবাসা, ঘৃণাবোধ, প্রতিহিংসা এবং আত্মকেন্দ্রিকতাও রয়েছে। এমনকি মুরগির মধ্যে রাজনীতির বৈশিষ্ট্যও দেখা যায়। মুরগি নিয়ে এই গবেষণার ফল প্রকাশিত হয়েছে প্রসিডিংস অব দ্য রয়েল সোসাইটি বি সাময়িকীতে।
সূত্র : আমার দেশ
No comments:
Post a Comment