স্বপ্নে আমি ভেবেছিলাম,অনেক কিছুই।
ভেবেছিলাম এটা করবো,সেটা করবো,
বাড়ি করবো পাহাড়চুড়োয় স্বপ্ন এবং সুখের কুটো দিয়ে।
পায়ের কাছে বইবে নদী,
বাধ্যতা আর নাব্যতাতে নীল।
ভেবেছিলাম লিখবো আমি গানের মত;
গান গাইবো আমি যেমন করে লিখি।
আঁকব।
ছবি খুন করে রঙ,
রঙের রক্ত ছেনে।মধ্যবুকের সব ব্যাথেকে আনবো টেনে টেনে।
বিকেল হলো বিকেল হলো,
স্বপ্ন মরে আছে পায়ের কাছে
শীত বিকেলের ঝড়ের ফুলের মত।
নরম কিন্তু স্থির।
মৃতের চেয়ে মৃত।
বিকেল হলো বিকেল হলো।
হয়নি কিছুই,পায়নি কিছুই
স্বপ্ন ঘোরে দল ছেড়ে সেই দল ছেড়ে সেই মানুষ একলা তবু হাঁটে।
পায়ে পায়ে,ধুলোয় ধুলোয় মেঘ উড়িয়ে,
উচ্চগ্রামের স্বর ফুলিয়ে
হাত উচিয়ে,ভয় দেখিয়ে
যূথবদ্ধ পথিকেরা উল্লাসেতে মাতে।
দুরে দুরে একলা হাটে স্বপ্নপাগল
শাপলা বিলের আলে আলে একলা ওড়া টিটি পাখির সাথে।
গান গেয়ে যায় খালি গলায়
পাহাড়তলির আলেয়াকে সুরের ঘরে ডাকে
ভেবেছিলাম এটা করবো,সেটা করবো,
বাড়ি করবো পাহাড়চুড়োয় স্বপ্ন এবং সুখের কুটো দিয়ে।
পায়ের কাছে বইবে নদী,
বাধ্যতা আর নাব্যতাতে নীল।
ভেবেছিলাম লিখবো আমি গানের মত;
গান গাইবো আমি যেমন করে লিখি।
আঁকব।
ছবি খুন করে রঙ,
রঙের রক্ত ছেনে।মধ্যবুকের সব ব্যাথেকে আনবো টেনে টেনে।
বিকেল হলো বিকেল হলো,
স্বপ্ন মরে আছে পায়ের কাছে
শীত বিকেলের ঝড়ের ফুলের মত।
নরম কিন্তু স্থির।
মৃতের চেয়ে মৃত।
বিকেল হলো বিকেল হলো।
হয়নি কিছুই,পায়নি কিছুই
স্বপ্ন ঘোরে দল ছেড়ে সেই দল ছেড়ে সেই মানুষ একলা তবু হাঁটে।
পায়ে পায়ে,ধুলোয় ধুলোয় মেঘ উড়িয়ে,
উচ্চগ্রামের স্বর ফুলিয়ে
হাত উচিয়ে,ভয় দেখিয়ে
যূথবদ্ধ পথিকেরা উল্লাসেতে মাতে।
দুরে দুরে একলা হাটে স্বপ্নপাগল
শাপলা বিলের আলে আলে একলা ওড়া টিটি পাখির সাথে।
গান গেয়ে যায় খালি গলায়
পাহাড়তলির আলেয়াকে সুরের ঘরে ডাকে
খুব সুন্দর একটা কবিতা।
ReplyDeleteআমার দারুন লেগেছে।