প্রিয় পাঠক লক্ষ্য করুন

Monday, March 7, 2011

পুবালী বাতাসের ভোরীয় সুবাসে মোহনীয় কিছুদিন ।। ফাহিম আহমদ

নিবেদিত এক ঢালি মৌসুমোত্তীর্ণ ফুল এনেছি
আমি তোমাদের প্রিয় একজন,
জাগতিকতার ওপারে রূহের জগতে হয়তো
হয়েছিল দেখা আমাদের একদিন।

পুবালী বাতাসের ভোরীয় সুবাসে মোহনীয় কিছুদিন
চৈত্র দিনের নতুন পাতায় এঁকেছিনু স্বপ্ন রঙিন;
তিমির তিথিরে ডাকিনি আমরা কোনদিন কোনকালে
শাপলা-শালুকে পানসী মোদের ভেসেছিল বিনা পালে। ক্ষারীয় দিনের তপ্ত হাওয়ার এখন পৃথিবী নুয়ে
যা কিছু আদান-প্রদান এ কালে লৌকিকতারে ছুঁয়ে,
মুখের কথারা ছোঁয় না হৃদয়, অন্তর থেকে অন্তরে
বিনা তার-এ আর যায় না বার্তা অভিসার চুপিসারে।

লাল মেহেদীতে রঙের মঙ্গা; হলুদ এসেছে হাতে
এ কালের ঘুম ভাঙ্গে না আযানে, প্রজন্ম জাগে না প্রাতে,
হলুদিয়া দুখ্ ভর করে আছে দম্পতি পরিবারে
এক ফালি স্নেহ-মমতা পেতে শিশু খুঁজিছে পিতামাতারে।

অনন্তাবধি জীবনাবাদের রোয়ায় রোয়ায় জঞ্জাল
তোমাদের মাঝে এসেছিনু লয়ে প্রভুর বাণী-প্রাঞ্জল,
এই অবদানে, আশু সমাধানে অতি নগণ্য আমি
তোমার আমার অন্তর ও কাজ দেখেন অন্তর্যামী।

No comments:

Post a Comment

নির্বাচিত বিষয়গুলো দেখুন

Labels

মাসের পঠিত শীর্ষ দশ

 

জোনাকী | অনলাইন লাইব্রেরী © ২০১১ || টেমপ্লেট তৈরি করেছেন জোনাকী টিম || ডিজাইন ও অনলাইন সম্পাদক জহির রহমান || জোনাকী সম্পর্কে পড়ুন || জোনাকীতে বেড়াতে আসার জন্য ধন্যবাদ