প্রিয় পাঠক লক্ষ্য করুন

Monday, March 7, 2011

সেই ছোট্র বেলায় মায়ের কাছে প্রশ্ন ।। ফাহিম আহমদ

আচ্ছা মাগো বলতো দেখি রাত্রি কেন কালো?
আধাঁর রাতের চাঁদটি কোথায়, এতো আলো পেল?
কার ইশারায় সর্য্যি মামা পূর্ব দিকে জাগে?
সন্ধ্য হলে ফের ডুবে যায় পশ্চিমেরই ভাগে।

সকাল হলে পাক পাখালী দেয় যে মধুর টান
কোথায় তারা পেল বলো সুরের মধুর গান? কার ছোঁয়াতে নীল আকাশে কোটি তারার মেলা-
সমূদ্রের গহীন নীড়ে আজব প্রণীর খেলা?
কার ছোঁয়াতে নির্ঝরনি বয়ে চলে সুদূর
রাত গড়িয়ে সকাল হওয়া কিংবা রোদে দুপুর

আচ্ছা মাগো একটি কথা বলেব কিনা বলো?
কার ইশারায় আকাশ-পাতাল নিখিল জাহান হলো?

সব কিছু হয় কার ছোঁয়াতে বলনিতো মা কভু?
মা বললেন, বাবা।
হলেন তিনি সবার স্রষ্টা, সবার তিনি প্রভু।

No comments:

Post a Comment

নির্বাচিত বিষয়গুলো দেখুন

Labels

মাসের পঠিত শীর্ষ দশ

 

জোনাকী | অনলাইন লাইব্রেরী © ২০১১ || টেমপ্লেট তৈরি করেছেন জোনাকী টিম || ডিজাইন ও অনলাইন সম্পাদক জহির রহমান || জোনাকী সম্পর্কে পড়ুন || জোনাকীতে বেড়াতে আসার জন্য ধন্যবাদ