প্রিয় পাঠক লক্ষ্য করুন

Friday, March 25, 2011

শব যাত্রা ।। আত্মভোলা (ছন্দ্রনাম)

আজকাল লাশ পরছে যত্রতত্র

গাছের পাতার মত,শুকনো খড়কুটোর মত

লাশ পরছে এখানে ওখানে,

ঘুম থেকে উঠে দেখি খবরের কাগজে লাশের ছবি

বড় বিভৎস সেই ছবি
রক্তের নদীতে ভেসে যাওয়া অথবা কয়েক টুকরা হয়ে যাওয়া লাশ

অথবা দেখি চাদরে ঢেকে ভ্যানে টেনে নেয়া কোন লাশ।

লাশ পরেছে লাশ

এক কথাতেই পরছে লাশ

সাজা পাবার ভয় নেই, তাই

লাশ পরছে লাশ

এ এক আজব দেশ যেথা

লাশ ফেললে হয়না সাজা

ফেলতে পার যখন তখন

ইচ্ছে মত লাশ

লাশ পরছে লাশ।

লাশের রক্তে গোসল করে

লাশের বুকে পারা দিয়ে

যাচ্ছে যারা বুক চিতিয়ে

মাঝে মাঝে ইচ্ছে করে

ফেলি তাদের লাশ

লাশ ফেলব লাশ।

No comments:

Post a Comment

নির্বাচিত বিষয়গুলো দেখুন

Labels

মাসের পঠিত শীর্ষ দশ

 

জোনাকী | অনলাইন লাইব্রেরী © ২০১১ || টেমপ্লেট তৈরি করেছেন জোনাকী টিম || ডিজাইন ও অনলাইন সম্পাদক জহির রহমান || জোনাকী সম্পর্কে পড়ুন || জোনাকীতে বেড়াতে আসার জন্য ধন্যবাদ