প্রিয় পাঠক লক্ষ্য করুন

Tuesday, March 1, 2011

বুঝবে না কেউ বুঝবে না

বুঝবে না কেউ বুঝবে না কি যে মনের ব্যথা
অন্ধ খনির অন্তরে থাকে যে সোনা
সবাই জানে তারই কথা — বুঝবে না
যদি এমন হতো যত বেদনা নিজেরই মতন করে
যেতো গো শোনা লালে লাল ফুলে ফুলে ভরে যেত গো
দূর থেকেই দেখে তাকে যেত গো চেনা
বুঝবে না কেউ বুঝবে না মনের গভীরতা
আমি তোমার কোন দোষ দেব না, আমার মত জ্বলো
তাও চাইবো না বোঝা না বোঝার আলোছায়া খেলনায়
চেনা হয়ে চিরদিনই রবে অচেনা ভিজে চোখের পাতা

(কথা ও সুরঃ সলিল চৌধুরী, শিল্পীঃ লতা মঙ্গেশকর)

No comments:

Post a Comment

নির্বাচিত বিষয়গুলো দেখুন

Labels

মাসের পঠিত শীর্ষ দশ

 

জোনাকী | অনলাইন লাইব্রেরী © ২০১১ || টেমপ্লেট তৈরি করেছেন জোনাকী টিম || ডিজাইন ও অনলাইন সম্পাদক জহির রহমান || জোনাকী সম্পর্কে পড়ুন || জোনাকীতে বেড়াতে আসার জন্য ধন্যবাদ