পক্ষাঘাত মানুষকে বাধ্য করে উগ্রতায়
অথবা জন্ম থেকেই অসম্পূর্ণতা
যে যাই বলো হে সুসম্পূর্ণ, চিন্তনে, উপহাসে
কারণ এখানে বক্রদৃষ্টি, কখনো কি ভেবেছ তা? আপনাবর্তে বিরাজ করতে এই ধরণীর পরে
কে না চায় বলো; পরিপূর্ণ সম্মানে?
না চাইতে যা পাইনি অথবা হারিয়েছি অকালে
তবুও একথা সত্য যে মোরা বেঁচে আছি মহাকালে।
কি অপরাধে বলো হানছো আঘাত,
কি এমন বলো এনেছি ব্যাঘাত
দৃষ্টিতে তোমাদের?
কখনো দয়ায়, কখনো ঘৃণায়, কখনো বা উচ্ছাসে
অবজ্ঞা, অবহেলা আর সামাজিকতার সকাশে
বাঁকা চোখে দেখছ আমাদের।
কবি বলেছিলঃ
“বাঁকা হাসির চেয়ে নির্মম কিছু নেই”,
বলবো এক্ষণেঃ
বাঁকা চাহনির চেয়ে বড় কোন কষাঘাত কিছু নেই।
অথবা জন্ম থেকেই অসম্পূর্ণতা
যে যাই বলো হে সুসম্পূর্ণ, চিন্তনে, উপহাসে
কারণ এখানে বক্রদৃষ্টি, কখনো কি ভেবেছ তা? আপনাবর্তে বিরাজ করতে এই ধরণীর পরে
কে না চায় বলো; পরিপূর্ণ সম্মানে?
না চাইতে যা পাইনি অথবা হারিয়েছি অকালে
তবুও একথা সত্য যে মোরা বেঁচে আছি মহাকালে।
কি অপরাধে বলো হানছো আঘাত,
কি এমন বলো এনেছি ব্যাঘাত
দৃষ্টিতে তোমাদের?
কখনো দয়ায়, কখনো ঘৃণায়, কখনো বা উচ্ছাসে
অবজ্ঞা, অবহেলা আর সামাজিকতার সকাশে
বাঁকা চোখে দেখছ আমাদের।
কবি বলেছিলঃ
“বাঁকা হাসির চেয়ে নির্মম কিছু নেই”,
বলবো এক্ষণেঃ
বাঁকা চাহনির চেয়ে বড় কোন কষাঘাত কিছু নেই।
No comments:
Post a Comment