স্বপ্নহার,
তোমায় পাঠাই....
নীল নদীটির নিবিড় পারে,
ঘুম পাওয়া রোদ চমকে চেয়ে অলস পায়ে,
যখন হাটে মাঘী মাঠের ন্যবা ধরা শুন্যতাতে
ঠিক তখনই আমার বুকের গভীর থেকে
স্বপ্নগুলো ঝাপটে ডানা
অস্ফুটে কি কইতে কইতে নড়েচড়ে! স্বপ্ন ওড়ে
স্বপ্নে দেখি নীড়ের পাখি আসছে নীড়ে।
অনেক পাহাড় মাঠ পেরিয়ে
ভালোবাসা ঠোটে করে আসছে ফিরে
পাখি আমার নীড়ের পাখি।
স্বপ্নগুলো খুব ভিতু হয়,
আমার স্বপ্ন;স্বপ্ন সবার।
তবুও আমি স্বপ্ন দেখি
রুপের রাজা,গুনের গুনীন,
মুঠির মাঝে মুক্ত মলিন,
সব পাখিদের মুগ্ধ করা মন্ত্র নিয়ে
আসবো ফিরে বারে বারে।
আসব ফিরেই,
অবহেলার হেলাফেলার
শোধ নিব ঠিক হিসেব করে
তোমায় পাঠাই....
নীল নদীটির নিবিড় পারে,
ঘুম পাওয়া রোদ চমকে চেয়ে অলস পায়ে,
যখন হাটে মাঘী মাঠের ন্যবা ধরা শুন্যতাতে
ঠিক তখনই আমার বুকের গভীর থেকে
স্বপ্নগুলো ঝাপটে ডানা
অস্ফুটে কি কইতে কইতে নড়েচড়ে! স্বপ্ন ওড়ে
স্বপ্নে দেখি নীড়ের পাখি আসছে নীড়ে।
অনেক পাহাড় মাঠ পেরিয়ে
ভালোবাসা ঠোটে করে আসছে ফিরে
পাখি আমার নীড়ের পাখি।
স্বপ্নগুলো খুব ভিতু হয়,
আমার স্বপ্ন;স্বপ্ন সবার।
তবুও আমি স্বপ্ন দেখি
রুপের রাজা,গুনের গুনীন,
মুঠির মাঝে মুক্ত মলিন,
সব পাখিদের মুগ্ধ করা মন্ত্র নিয়ে
আসবো ফিরে বারে বারে।
আসব ফিরেই,
অবহেলার হেলাফেলার
শোধ নিব ঠিক হিসেব করে
স্বপ্নগুলো খুব ভিতু হয়,
ReplyDeleteআমার স্বপ্ন;স্বপ্ন সবার।
তবুও আমি স্বপ্ন দেখি
রুপের রাজা,গুনের গুনীন,
মুঠির মাঝে মুক্ত মলিন,
সব পাখিদের মুগ্ধ করা মন্ত্র নিয়ে
আসবো ফিরে বারে বারে।
আসব ফিরেই,
অবহেলার হেলাফেলার
শোধ নিব ঠিক হিসেব করে।।
সুন্দর ।। ধন্যবাদ কবিকে...