প্রিয় পাঠক লক্ষ্য করুন

Tuesday, March 8, 2011

হারিয়ে যায় মন আঁধারে ।। ফাহিম আহমদ

রাত্রি ক্লান্ত জীন শীল আঁধো চাঁদের আলো
পিচ ঢালা পথে কখনো ধুসর কখনোবা কালো।
সারাটা পথ জুড়ে আমি একা হেঁটে যাই
আকাশ তারার পানে চেয়ে, নীল জোছনায় স্মৃতি রো ভীড়ে হারিয়ে যায় মন আঁধারে, এবং আঁধার রাতে নেমে আসে শিশির ছায়া
নিভে গেছে দূর কোন স্মৃতিরও মায়া।

নিঃসীম চরে পাশে কোনো সাড়া নেই
তবুও এক দীপ্তি রয়ে গেছে,
যত দূর দু'টি চোখ সরে যায় রাতের আকাশে
চুপ চাপ শহরে নিশ্বাস ফেলে আসি
এই নিরবতা বাতাসে।

No comments:

Post a Comment

নির্বাচিত বিষয়গুলো দেখুন

Labels

মাসের পঠিত শীর্ষ দশ

 

জোনাকী | অনলাইন লাইব্রেরী © ২০১১ || টেমপ্লেট তৈরি করেছেন জোনাকী টিম || ডিজাইন ও অনলাইন সম্পাদক জহির রহমান || জোনাকী সম্পর্কে পড়ুন || জোনাকীতে বেড়াতে আসার জন্য ধন্যবাদ