১ কর্ম দোষে ধর্ম গেলো স্বভাব দোষে জাত, রক্তচোখে সমাজ বলে বাড়াসনে তুই হাত। ছন্নছাড়া বন্য আমি ধন্য ভালবাসা, তুমি ছাড়া নেইতো আমার মানুষ হবার আশা। ২ প্রেমের পথে হাজার কাঁটা ভয় কি আমার হাঁটতে! যতই পরাও শেকল পায়ে পারবে কি মন বাঁধতে?
৩ মনের আঁচে মন পুড়িয়ে বুঝবে যে মন খাঁটি সোনা, ভালবাসার যোগ্য সেজন- এই জগতে হাতে গোণা।
No comments:
Post a Comment