প্রিয় পাঠক লক্ষ্য করুন

Wednesday, March 16, 2011

কবিতা


কর্ম দোষে ধর্ম গেলো
স্বভাব দোষে জাত,
রক্তচোখে সমাজ বলে
বাড়াসনে তুই হাত।
ছন্নছাড়া বন্য আমি
ধন্য ভালবাসা,
তুমি ছাড়া নেইতো আমার
মানুষ হবার আশা।
প্রেমের পথে হাজার কাঁটা
ভয় কি আমার হাঁটতে!
যতই পরাও শেকল পায়ে
পারবে কি মন বাঁধতে?


মনের আঁচে মন পুড়িয়ে
বুঝবে যে মন খাঁটি সোনা,
ভালবাসার যোগ্য সেজন-
এই জগতে হাতে গোণা।

No comments:

Post a Comment

নির্বাচিত বিষয়গুলো দেখুন

Labels

মাসের পঠিত শীর্ষ দশ

 

জোনাকী | অনলাইন লাইব্রেরী © ২০১১ || টেমপ্লেট তৈরি করেছেন জোনাকী টিম || ডিজাইন ও অনলাইন সম্পাদক জহির রহমান || জোনাকী সম্পর্কে পড়ুন || জোনাকীতে বেড়াতে আসার জন্য ধন্যবাদ