প্রিয় পাঠক লক্ষ্য করুন

Friday, June 24, 2011

শত্রু-মিত্র চিনতে পারে কবুতর

শত্রু-মিত্র চেনার অসাধারণ ক্ষমতা রয়েছে নগরবাসী মুক্ত কবুতরের। তারা খুব দ্রুত শনাক্ত করতে পারে কে তার বন্ধু আর কেইবা তাকে হত্যায় তত্পর হয়ে উঠতে পারে। অর্থাত্ গৃহপালিত নয় নগরবাসী এমন কবুতররা কে খাবার দেবে আর কে দেবে না, সেটা ধরে ফেলতে পারে। সাম্প্রতিক এক ফরাসি গবেষণায় এ তথ্য প্রকাশ পেয়েছে।
গবেষকরা বলছেন, এই তথ্য থেকে এটাই বোঝা যায় যে, নগরবাসী মুক্ত কবুতরদের খাদ্যের সন্ধানে বেশি সময় ব্যয় করতে হয় না। তাই তারা খাদ্য গ্রহণে বেশি সময় ব্যয় করতে পারে। এ গবেষণা থেকেই প্রথমবারের মতো পরীক্ষামূলক প্রমাণ পাওয়া যায় যে, নগর এলাকায় সর্বোচ্চ সুবিধা পেতে কবুতররা তাদের ওই বিশেষ সামর্থ্য কাজে লাগায়। গবেষকদের প্রাপ্ত তথ্য অ্যানিমেল কগনিশন জার্নালে প্রকাশিত হবে।
ফরাসি গবেষকরা বলেন, নগরবাসী মুক্ত কবুতররা মানুষের নানা কার্যক্রমের মধ্যেই বাস করে। তারা প্রায়ই মানুষের দেয়া খাদ্য খেতেই অভ্যস্ত। এদের দেহের রঙ এবং প্যাটার্নে ভিন্নতা রয়েছে। সারা ইউরোপে ছড়িয়ে আছে এই কবুতররা। এমনকি ঘনবসতিপূর্ণ এলাকায়ও এদের যত্রতত্র দেখা যায়। এর অন্যতম কারণ হলো, ওই শহরগুলোতে কবুতর শিকারের ঘটনা খুবই কম এবং খাদ্যের প্রাপ্যতা ও প্রজনন এলাকার অভাব নেই।
ওই কবুতররা শত্রু এড়িয়ে মিত্র মানুষের কাছ থেকে খাদ্যপ্রাপ্তির বিষয়টি ঠিক কীভাবে নিশ্চিত করে, তা নিয়ে আরও গবেষণার সিদ্ধান্ত নিয়েছেন গবেষকরা। তাদের ধারণা, নগরবাসী মুক্ত কবুতররা প্রতিদিনের খাদ্যানুসন্ধানের কাজে সম্ভবত তাদের মেমোরি এবং পরিস্থিতি বিশ্লেষণ করার ক্ষমতা কাজে লাগায়। কোথায় নিয়মিত খাদ্য পাওয়া যাবে, সে বিষয়টি নিশ্চিত করা জরুরি একটি ব্যাপার। এতে করে খাদ্য খোঁজার কাজে সময় ব্যয় কম হয় এবং খাদ্য গ্রহণে অধিক সময় পাওয়া যায়।
গবেষক দল বলছে, কবুতরের এই আচরণ নিশ্চিত হতে একটি পার্কে দুটি গবেষণা তারা পরিচালনা করেছে। একজন ছিল খাদ্যদাতা, অন্যজন বৈরী। উভয় পরীক্ষায় দেখা গেছে, মুক্ত কবুতররা খুব দ্রুত তাদের শত্রু ও মিত্রকে চিহ্নিত করতে পেরেছে। তারা শত্রুর কাছ থেকে দূরে থেকেছে এবং মিত্রের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়েছে। 

সূত্র : আমার দেশ

No comments:

Post a Comment

নির্বাচিত বিষয়গুলো দেখুন

Labels

মাসের পঠিত শীর্ষ দশ

 

জোনাকী | অনলাইন লাইব্রেরী © ২০১১ || টেমপ্লেট তৈরি করেছেন জোনাকী টিম || ডিজাইন ও অনলাইন সম্পাদক জহির রহমান || জোনাকী সম্পর্কে পড়ুন || জোনাকীতে বেড়াতে আসার জন্য ধন্যবাদ