প্রিয় পাঠক লক্ষ্য করুন

Tuesday, June 28, 2011

হারিয়েছি ।। জহির রহমান

হারিয়েছে হাসির ঝিলিক
হারিয়ে গেছে মাঠ
নরম তুলো জীবন হলো
শুকনো আমের কাঠ।

হারিয়েছি পুকুর দীঘি
সাঁতার কাটার দিন
সব হারিয়ে আমরা বাজাই
বিষণ্নতায় বীণ।

হারিয়েছে প্রিয়রা সব
বেড়ে উঠার সাথী
কই হারালো আনন্দময়
অবাক মাতামাতি।

হারিয়েছে ভাইয়ের আদর
বোনের ভালোবাসা
কই গেল সব হারিয়ে
বড় হওয়ার আশা।
 

হারিছে গণতন্ত্র
বাঁচার স্বাধীনতা
সবখানেতেই ঢুকে গেছে
বিশ্রী কৃত্রিমতা।

২৭ জুন, ২০১১

No comments:

Post a Comment

নির্বাচিত বিষয়গুলো দেখুন

Labels

মাসের পঠিত শীর্ষ দশ

 

জোনাকী | অনলাইন লাইব্রেরী © ২০১১ || টেমপ্লেট তৈরি করেছেন জোনাকী টিম || ডিজাইন ও অনলাইন সম্পাদক জহির রহমান || জোনাকী সম্পর্কে পড়ুন || জোনাকীতে বেড়াতে আসার জন্য ধন্যবাদ