বুবুর নাচ
সূর্য ডুবু ডুবুরে
নূপুর পায়ে বুবুরে
ও বুবু তুই নাচ না
ওই যে বাজে বাজনা
না-রে বাবা নাচব না
পড়ে গেলে বাঁচব না
শাশুড়ি খুব রাগবে
ননদ ঘুমায়। জাগবে
শ্বশুরবাড়ি নাচি না
খুশিমনে বাঁচি না।
ওই যে বাজে বাজনা
না-রে বাবা নাচব না
পড়ে গেলে বাঁচব না
শাশুড়ি খুব রাগবে
ননদ ঘুমায়। জাগবে
শ্বশুরবাড়ি নাচি না
খুশিমনে বাঁচি না।
ছোট্ট সোনা
ছোট্ট সোনার কী দাঁত? মুক্তোদানার গুটিরে
ছোট্ট সোনার কী চোখ? আসমানেরই তারারে
ছোট্ট সোনার কী হাত? কোমল চাঁদের কণারে
ছোট্ট সোনার কী পা? নরম শিমুল তুলারে।
ছোট্ট সোনার কী চোখ? আসমানেরই তারারে
ছোট্ট সোনার কী হাত? কোমল চাঁদের কণারে
ছোট্ট সোনার কী পা? নরম শিমুল তুলারে।
ট্রেন
আমি যখন ট্রেনে চড়ে দাদুর বাড়ি যাই
ট্রেন আমাকে ছন্দ শেখায়
জানালা দিয়ে সবুজ দেখায়
মনের খাতা খুলে দিয়ে
ট্রেন আমাকে কাব্য লেখায়-
ঝকর ঝক
সাদা বক
গাছের সারি
দাদুর বাড়ি
নদীর ঘাট
খেলার মাঠ
ঝকর ঝক ঝকর ঝক
ঝকর ঝক ঝকর ঝক
পু-উ-উ-ম
হুইসেলে পাই
খুশির ধুম
ঝকর ঝক ঝকর ঝক
ঝকর ঝক ঝকর ঝক
তিন তিন
তিন তিন
দুই দুই
দুই দুই
এক এক
এক এক_
মনের খাতায় যা যা আঁকা
সবই যেন ছন্দমাখা।
তোমার যদি ইচ্ছে করে ট্রেনে চড়ে আজই দেখ
ঝকর ঝকর ছন্দে তুমি মনের কথা সবই লেখ
ঝকর ঝক ঝকর ঝক
ঝকর ঝক ঝকর ঝক...
ট্রেন আমাকে ছন্দ শেখায়
জানালা দিয়ে সবুজ দেখায়
মনের খাতা খুলে দিয়ে
ট্রেন আমাকে কাব্য লেখায়-
ঝকর ঝক
সাদা বক
গাছের সারি
দাদুর বাড়ি
নদীর ঘাট
খেলার মাঠ
ঝকর ঝক ঝকর ঝক
ঝকর ঝক ঝকর ঝক
পু-উ-উ-ম
হুইসেলে পাই
খুশির ধুম
ঝকর ঝক ঝকর ঝক
ঝকর ঝক ঝকর ঝক
তিন তিন
তিন তিন
দুই দুই
দুই দুই
এক এক
এক এক_
মনের খাতায় যা যা আঁকা
সবই যেন ছন্দমাখা।
তোমার যদি ইচ্ছে করে ট্রেনে চড়ে আজই দেখ
ঝকর ঝকর ছন্দে তুমি মনের কথা সবই লেখ
ঝকর ঝক ঝকর ঝক
ঝকর ঝক ঝকর ঝক...
No comments:
Post a Comment