প্রিয় পাঠক লক্ষ্য করুন

Friday, June 17, 2011

বয়সটা যখন “শূণ্য” ।। মোহাম্মদ আল মাহী

বয়সটা যখন “শূণ্য”
ছিলাম সবার কাছে অনন্য
বয়স যখন ‘এক’
নানা আপু বলে উঁকি দিয়ে
তোর বাবাকে দেখ।
বয়সটা যখন হয়েছিল পূর্ণ ‘এক’
পাপা আবার বিদেশেতে
করলো যে নধপশ।

বয়সটা যখন হয়েছিল হলো ‘ছয়’
ফিরে এসে দেখল বাবা
ছেলেতো ‘পাপা’ কয়।
চলছিল যখন বয়স ‘সাত’
চুকালাম ‘নানা’ ডাক।
বয়সটা যখন ‘আট’
হারালাম পাপা ডাক।
বয়স চলছে এখন ‘নয়’
মাঝে মাঝে স্মৃতিগুলো
শুধুই কথা কয়।
একি পৃথিবীর রীতি
সব কিছু আমার কাছে
শুধুই যে স্মৃতি।

No comments:

Post a Comment

নির্বাচিত বিষয়গুলো দেখুন

Labels

মাসের পঠিত শীর্ষ দশ

 

জোনাকী | অনলাইন লাইব্রেরী © ২০১১ || টেমপ্লেট তৈরি করেছেন জোনাকী টিম || ডিজাইন ও অনলাইন সম্পাদক জহির রহমান || জোনাকী সম্পর্কে পড়ুন || জোনাকীতে বেড়াতে আসার জন্য ধন্যবাদ