ওরে বোকা তেলাপোকা
কোন্খানে তোর বাড়ি,
তেলতেলাতেল গা কেন তোর,
মুখে কেন দাড়ি?
উড়ে উড়ে বেড়াস্ ঘুরে
তোর হয়েছে সুখ,
দেখলে তোকে আঁতকে উঠি,
ধড়্যাস ক’রে বুক!
বইয়ের পাতা খাতা টাতা
কোথাও যদি পাস্
কাটুস কুটুস্ পাটুস্ পুটুস্
হল্লা ক’রে খাস্!
দুষ্টুমি সব ছেড়ে দে তুই
শান্ত হয়ে যা,
বই-খাতাদের ছেড়ে দিয়ে
অন্য কিছু খা।
সূত্র : প্রথম আলো
কোন্খানে তোর বাড়ি,
তেলতেলাতেল গা কেন তোর,
মুখে কেন দাড়ি?
উড়ে উড়ে বেড়াস্ ঘুরে
তোর হয়েছে সুখ,
দেখলে তোকে আঁতকে উঠি,
ধড়্যাস ক’রে বুক!
বইয়ের পাতা খাতা টাতা
কোথাও যদি পাস্
কাটুস কুটুস্ পাটুস্ পুটুস্
হল্লা ক’রে খাস্!
দুষ্টুমি সব ছেড়ে দে তুই
শান্ত হয়ে যা,
বই-খাতাদের ছেড়ে দিয়ে
অন্য কিছু খা।
সূত্র : প্রথম আলো
No comments:
Post a Comment