প্রিয় পাঠক লক্ষ্য করুন

Friday, June 17, 2011

মাতা ভক্তি ।। মেহনাজ বিনতে সিরাজ

একদা মায়ের ভীষন অসুখ
বায়োজীদ পড়ার ঘরে
অসুস্থ মা ঘুম নাই চোখে
পানি পিপাসায় মরে।
জ্বরে তো মায়ের গা যায় পুড়ে
ঘুম নাই দুটি চোখে,
মা বললেন একটু পানি
ঢাল বায়োজীদ মুখে।
বায়োজীদ তখন পড়ি কি মরি
যায় কলসির দ্বারে
সেথায় গিয়ে দেখে
এতটুকু পানি নাই কলসিতে পড়ে;
বায়োজীদ তখন গভীর আঁধারে
কূপের কাছে যায়
সেথায় গিয়ে কলসিতে ভরে
পানি নিয়ে আসে তায়।
বায়োজীদ যখন পানি নিয়ে
মায়ের কাছে যায়,
মা তখন ঘুমে বিভোর-
বায়োজীদ দেখতে পায়।
বায়োজীদ ভাবে অসুস্থ মা
ঘুম ভাঙ্গা কি ঠিক হবে!
বায়োজীদ তখন পানি নিয়ে গ্লাসে
দাঁড়ায় শিয়রের আগে।
সকালে মা ঘুম থেকে উঠে
ছেলেকে দেখতে পেয়ে
মায়ের প্রতি ভক্তি দেখে
প্রাণ ভরে দোয়া করে।
ইনি হলেন বিশ্ব ওলী
বায়োজীদ বোস্তামী
তাইতো আজ শপথ করি
তার আদর্শে অনুপ্রাণিত আমি। 


মাসিক কিশোর সাহিত্যে প্রকাশিত

No comments:

Post a Comment

নির্বাচিত বিষয়গুলো দেখুন

Labels

মাসের পঠিত শীর্ষ দশ

 

জোনাকী | অনলাইন লাইব্রেরী © ২০১১ || টেমপ্লেট তৈরি করেছেন জোনাকী টিম || ডিজাইন ও অনলাইন সম্পাদক জহির রহমান || জোনাকী সম্পর্কে পড়ুন || জোনাকীতে বেড়াতে আসার জন্য ধন্যবাদ