প্রিয় পাঠক লক্ষ্য করুন

Sunday, June 26, 2011

রাত শেষে হায় ।। মনিরা চৌধুরী

চাঁদ ডুবে যায়
রাত শেষে হায়!
হয় মেঘের ছায়া সরে
ভোরের উদয়।
কোকিল ডাকে
গাছের শাখে,
ঢাকে আঁধার যত
ঐ সূর্যালোকে।
রোদ ঝিকমিক
হাসে ফিকফিক,
এক নতুন দিনের শুরু
হয় ঠিক ঠিক।
দু:খ হারায়
সুখ ইশারায়,
ভাসে বেদনা ধুয়ে
প্রাণ আনন্দধারায়
ভরে যায় যাতনায়
বুক যদি হায়!
ঘুচে যায় বাসনার
দৃঢ় সাধনায়।
খুশি এসে টলমল
দেয় হাসি ঝলমল,
কালিমা রোধে
করে জীবন সচল।


No comments:

Post a Comment

নির্বাচিত বিষয়গুলো দেখুন

Labels

মাসের পঠিত শীর্ষ দশ

 

জোনাকী | অনলাইন লাইব্রেরী © ২০১১ || টেমপ্লেট তৈরি করেছেন জোনাকী টিম || ডিজাইন ও অনলাইন সম্পাদক জহির রহমান || জোনাকী সম্পর্কে পড়ুন || জোনাকীতে বেড়াতে আসার জন্য ধন্যবাদ