চাঁদ ডুবে যায়
রাত শেষে হায়!
হয় মেঘের ছায়া সরে
ভোরের উদয়।
কোকিল ডাকে
গাছের শাখে,
ঢাকে আঁধার যত
ঐ সূর্যালোকে।
রোদ ঝিকমিক
হাসে ফিকফিক,
এক নতুন দিনের শুরু
হয় ঠিক ঠিক।
দু:খ হারায়
সুখ ইশারায়,
ভাসে বেদনা ধুয়ে
প্রাণ আনন্দধারায়
ভরে যায় যাতনায়
বুক যদি হায়!
ঘুচে যায় বাসনার
দৃঢ় সাধনায়।
খুশি এসে টলমল
দেয় হাসি ঝলমল,
কালিমা রোধে
করে জীবন সচল।
রাত শেষে হায়!
হয় মেঘের ছায়া সরে
ভোরের উদয়।
কোকিল ডাকে
গাছের শাখে,
ঢাকে আঁধার যত
ঐ সূর্যালোকে।
রোদ ঝিকমিক
হাসে ফিকফিক,
এক নতুন দিনের শুরু
হয় ঠিক ঠিক।
দু:খ হারায়
সুখ ইশারায়,
ভাসে বেদনা ধুয়ে
প্রাণ আনন্দধারায়
ভরে যায় যাতনায়
বুক যদি হায়!
ঘুচে যায় বাসনার
দৃঢ় সাধনায়।
খুশি এসে টলমল
দেয় হাসি ঝলমল,
কালিমা রোধে
করে জীবন সচল।
No comments:
Post a Comment