অবস্থা এমন দাঁড়িয়েছে যে, একদিন গুগল ছাড়া আমরা হয়তো কাটাতে পারব না। আর এমন হবে না কেন বলুন? গুগল তো আমাদের সার্ভিস দিয়েই যাচ্ছে। আর এর অধিকাংশ সার্ভিসই ফ্রি। তবে একটা কথা সত্যি, আমরা অনেকেই গুগলের সার্ভিসগুলোর সঠিক ব্যবহার করছি না। কিংবা কে জানে, হয়তো আমরা ব্যবহার করতেই জানি না।
সার্চ ইঞ্জিনের কথাই ধরুন। গুগলে কোনো কিছু খোঁজার দরকার হলে আমরা নির্দিষ্ট শব্দ বা বাক্য/বাক্যাংশ দিয়ে সার্চ করেই সন্তুষ্ট থাকি। কিন্তু সঠিকভাবে সার্চ না করার কারণে আমাদের অনেক সময় গুগল অপ্রয়োজনীয় সার্চ রেজাল্ট বা ওয়েব পেজে নিয়ে যায়, আর এ কারণে আমাদের মূল্যবান সময় নষ্ট হয়।
একটা উদাহরণ দিই। মনে করুন আপনার এই মুহূর্তে দরকার আমেরিকার নিউইয়র্কের সময় জানা। আমাদের অনেকেই হয়তো গুগলে ড়িত্ষফ ঃরসব লিখে সার্চ দেবে। তারপর সার্চ রেজাল্ট থেকে একটা পছন্দের ওয়েব পেজে গিয়ে বের করবে নিউইয়র্কের সময়। অথচ গুগলে যদি শুধু ঃরসব ঘণ লিখে আমরা সার্চ দিতাম, তাহলে কোনো ওয়েব পেজে যাওয়া ছাড়াই সার্চ রেজাল্ট থেকে নিউইয়র্কের বর্তমান সময়টা পেয়ে যেতাম।
এজন্য প্রথমেই আসুন জেনে নিই গুগল সার্চ ইঞ্জিনের কিছু জ্ঞাতব্য বিষয় :
— গুগলে সার্চ কোয়েরি (যা লিখে সার্চ দিচ্ছেন) কেস সেনসিটিভ নয়। নধহমষধ নষড়মং আর ইঅঘএখঅ ইখঙএঝ এর সার্চ রেজাল্ট একই আসবে।
— যতি/বিরাম চিহ্ন (punctuation) গুগল গ্রাহ্যে নেয় না। এছাড়াও বিভিন্ন স্পেশাল ক্যারেক্টারকেও (যেমন : @#$%^&*()=+[]\ ইত্যাদি) গুগল আমলে নেয় না। অবশ্য এর কিছু ব্যতিক্রমও আছে। যেমন C++, C#, $25 ইত্যাদির সময় গুগল স্পেশাল ক্যারেক্টারকে ধর্তব্যে নেয়।
— হুবহু বাক্য/বাক্যাংশ সার্চ (phrase search) :
আপনি যদি আপনার ঈপ্সিত বাক্য/বাক্যাংশটি রেজাল্ট হিসেবে পেতে চান, তাহলে একে আপনি [“”] বা ইনভারটেড কমার মধ্যে লিখে সার্চ করুন। যেমন : Ôtech tunesÕ লিখে সার্চ দিলে এই বাক্যাংশটি যেসব ওয়েব সাইটে আছে তাদের দেখাবে।
সুত্র : আমার দেশ
No comments:
Post a Comment