সাধারণত অন্যান্য ফলের মতো গাব বাগান দেখতে পাওয়া যায় না। দেশি গাব গ্রামাঞ্চলে বনে-জঙ্গলে আপনাআপনি জন্মে। যথেষ্ট ওষুধগুণ সমৃদ্ধ এ ফল। শুকনো গাব ফলের গুঁড়া ১ গ্রাম পরিমাণ সামান্য মধুর সঙ্গে মিশিয়ে খেলে বাচ্চাদের হিক্কারোগ বন্ধ হয়ে যায়। ঠোঁটের দুই পাশে এবং মুখের ভেতরে ঘা হলে গাব ফলের রস সামান্য পানির সঙ্গে মিশিয়ে কয়েকদিন কুলুকুচা করলে মুখের ঘা সেরে যাবে।
অনেক সময় দেখা যায় ফোঁড়া সেরে গেলেও দাগ থেকে যায়। এ ফলের রস কয়েকদিন লাগালে দাগ ধীরে ধীরে মিলিয়ে যাবে।
সূত্র : বাংলাদেশ প্রতিদিন
অনেক সময় দেখা যায় ফোঁড়া সেরে গেলেও দাগ থেকে যায়। এ ফলের রস কয়েকদিন লাগালে দাগ ধীরে ধীরে মিলিয়ে যাবে।
সূত্র : বাংলাদেশ প্রতিদিন
No comments:
Post a Comment