প্রিয় পাঠক লক্ষ্য করুন

Friday, June 17, 2011

ইন্টারভিউ টিপস

সাক্ষাৎকার চাকরি পাওয়ার জন্য ফ্যাশনসচেতনতা হলো অন্যতম যোগ্যতা। সাক্ষাৎকার বা ইন্টারভিউ বোর্ডে সবার দৃষ্টি থাকে আপনার দিকে। সেখানে আপনি একা, কখনো কখনো মনে হয় অসহায়। কিন্তু এই অসহায়ত্ব দূর করতে আপনার পোশাক-ই হতে পারে শক্তিশালী হাতিয়ার। সাক্ষাৎকারের সময় ফুল স্লিভ/ফুলহাতা শার্ট পরুন। হালকা রংয়ের শার্ট আর গাঢ় রংয়ের প্যান্টের কম্বিনেশনে পরুন মানানসই টাই। যত গরমই পড়ুক না কেন, কখনোই হাফহাতা শার্ট পরবেন না। পুরুষের ক্ষেত্রে নিয়মিত ক্লিন সেভ সবার কাছে সর্বদাই অধিক গ্রহণযোগ্য। খোঁচা খোঁচা দাড়ি নিয়ে কখনোই সাক্ষাৎপ্রার্থী হবেন না। *ইন্টারভিউ বোর্ডে অলংকার ব্যবহারে আপনি হোন সচেতন, স্মার্ট ও আধুনিক। গলাভর্তি হার, হাতভরা চুড়ি আর দুই পায়ের শব্দ করা নূপুর এসব কখনোই সাক্ষাৎকার বোর্ডে আপনার পক্ষে সুফল বয়ে আনবে না। 

No comments:

Post a Comment

নির্বাচিত বিষয়গুলো দেখুন

Labels

মাসের পঠিত শীর্ষ দশ

 

জোনাকী | অনলাইন লাইব্রেরী © ২০১১ || টেমপ্লেট তৈরি করেছেন জোনাকী টিম || ডিজাইন ও অনলাইন সম্পাদক জহির রহমান || জোনাকী সম্পর্কে পড়ুন || জোনাকীতে বেড়াতে আসার জন্য ধন্যবাদ