প্রিয় পাঠক লক্ষ্য করুন

Sunday, June 26, 2011

আপনার সম্ভ্রম রক্ষা করুন ট্রায়াল রুমের হিডেন ক্যামেরা থেকে ।। রাশেদ

আজ আমি আপনাদের কাছে একটি ছোট কিন্তু গুরুত্বপুর্ন টিপস দিবো।এই টিপস টি আমার আপনার বোন দের বাচাবে তাদের স্পম্ভ্রম রক্ষায় সতর্ক করতে।
আজকাল আমরা জামা-কাপড় কিনতে গেলে সেটি যদি পছন্দ হয় তবে ট্রায়াল রুম এ গিয়ে চেঞ্জ করে দেখি ঠিক মত লাগে কিনা !! কিন্ত আমরা কি জানি সেই ট্রায়াল রুম এর মধ্যে গপন ক্যামেরা আছে কিনা ????

কি ভয় পেয়ে গেলেন??? না। ভয়ের কিছুই নেই ।একটু যদি আমরা সাবধান হই তবে এর থেকে রক্ষা করতে পারি নিজেকে ।কিভাবে??? তবে জানুন-
যেখানে আপনি আপনার পোশাক টি পরিবর্তন করবেন তার সামনে গিয়ে আপনার মোবাইল ফোন থেকে যে কোন জায়গায় একটি কল করুন। যদি কল টি কেটে যায় অথবা না করা যায় তাহলে বুঝতে হবে সেখানে গোপন ক্যামেরা রয়েছে.

কারন এটি হয় FIBER OPTIC er মাধ্যমে SIGNAL TRANSFER বাধা গ্রস্ত হলে । " cell phone jammer " এর মাধ্যমে এটিপরীক্ষা করা যায়।অনেক সময় এটি কাজ নাও করতে পারে। তাই এ ব্যাপারে নিজের সতর্ক হওয়া প্রয়োজন।
তাই দেরী না করে সবাই কে এই মেসেজ টুকু কষ্ট করে জানিয়ে দিন । 



সূত্র : ওপেষ্ট

1 comment:

নির্বাচিত বিষয়গুলো দেখুন

Labels

মাসের পঠিত শীর্ষ দশ

 

জোনাকী | অনলাইন লাইব্রেরী © ২০১১ || টেমপ্লেট তৈরি করেছেন জোনাকী টিম || ডিজাইন ও অনলাইন সম্পাদক জহির রহমান || জোনাকী সম্পর্কে পড়ুন || জোনাকীতে বেড়াতে আসার জন্য ধন্যবাদ