প্রিয় পাঠক লক্ষ্য করুন

Tuesday, June 14, 2011

অজ্ঞানের মুহূর্তে মস্তিষ্কের ছবি


 মানুষের মস্তিষ্কের কার্যকলাপ নিয়ে বিজ্ঞানীদের বিস্ময়ের অন্ত নেই। তাই মস্তিষ্ক নিয়ে গবেষণাও তাদের দীর্ঘদিনের। তবে এই প্রথমবারের মতো তারা মানব মস্তিষ্কের অজ্ঞান হতে শুরু হওয়ার ছবি তুলতে সক্ষম হয়েছেন। আর সে ছবি দেখে নিজেরাই বিস্মিত। বিবিসি
আমস্টারডামের বিখ্যাত ইউরোপীয় অ্যানাস্থেসিওলজি কংগ্রেসে ম্যাঞ্চেস্টারের রয়্যাল ইনফার্মারির প্রফেসর ব্রায়ান পোলার্ড তার বক্তৃতায় জানিয়েছেন গবেষণার সেই বিরলতম অভিজ্ঞতার কথা।
পোলার্ড বলেন, অ্যানাস্থেসিয়া বা অজ্ঞান করার ওষুধ রোগীর শরীরে প্রবেশ করানোর পরপরই তারা মস্তিষ্কের স্ক্যান শুরু করে দিয়েছিলেন। দেখা যায়, মানুষটি অজ্ঞান হতে শুরু করা মাত্রই তার মস্তিষ্কের বিভিন্ন অংশ নিউরন বা রেডিও সিগন্যালের মাধ্যমে একে অপরের সঙ্গে যেন কথা বলা শুরু করে দিল। ব্যাপারটা দেখে আমাদের সবারই চোয়াল ঝুলে গিয়েছিল। অর্থাত্ বিস্ময়ে হাঁ হয়ে যাওয়া।
বিজ্ঞানীরা বলছেন, এই প্রথম একজন মানুষকে ওষুধ প্রয়োগ করে অজ্ঞান করার সময় তার মস্তিষ্কের ছবি তুলে দারুণ সব ব্যাপার লক্ষ্য করা গেছে। একই সঙ্গে জানা গেছে অনেক নতুন তথ্য।
বর্তমানে মস্তিষ্কের স্ক্যান করা বা মস্তিষ্কের বিভিন্ন অংশের ছবি তোলার যে পদ্ধতি প্রচলিত রয়েছে, তাতে অনেক তথ্য জানা গেলেও মানুষ অজ্ঞান হওয়ার সময় সেই একই মস্তিষ্ক কীভাবে কাজ করে বা আদৌ করে কিনা, সে বিষয়ে তেমন কোনো তথ্য জানতেন না বিজ্ঞানীরা। এই প্রথম বোঝা গেল, মানুষ যখন অজ্ঞান হতে থাকে, মস্তিষ্ক কিন্তু তখনও সচল থাকে। তার বেশ কিছু অংশ প্রয়োজনীয় কাজ করে যায়। চেষ্টা করে যেতে থাকে শরীরবৃত্তীয় কিছু কাজকর্ম চালিয়ে যাওয়ার।
নতুন এই জ্ঞান হার্ট অ্যাটাক বা সেরিব্র্যাল জাতীয় অসুখের চিকিত্সার ক্ষেত্রে বেশ কাজে দেবে বলে মনে করছেন বিজ্ঞানীরা। গবেষণা চলতে থাকলে ভবিষ্যতে আরও অনেক তথ্যই জানা যাবে। জানা দরকারও। কারণ, মানুষের শরীরের এই একটি জিনিসের বিষয়ে এখনও অনেক রহস্যের কুয়াশা রয়ে গেছে। 

No comments:

Post a Comment

নির্বাচিত বিষয়গুলো দেখুন

Labels

মাসের পঠিত শীর্ষ দশ

 

জোনাকী | অনলাইন লাইব্রেরী © ২০১১ || টেমপ্লেট তৈরি করেছেন জোনাকী টিম || ডিজাইন ও অনলাইন সম্পাদক জহির রহমান || জোনাকী সম্পর্কে পড়ুন || জোনাকীতে বেড়াতে আসার জন্য ধন্যবাদ