চলতে পথে বিপদ ম্যালা
নয়তো মিছে গপ্পরে
কখন কে যে পড়বে ভায়া
মলম পার্টির খপ্পরে। করছে কত ফন্দি ফিকির
মলম পার্টির সর্দারে
চলছে চোখে ধুলো দিয়ে
র্যাব-পুলিশের বড়দা’রে
খোদ ঢাকাতেই মলম পার্টি
হচ্ছে উদয় হুট করে
মলম মেখে আমজনতার
নিচ্ছে সবই লুট করে।
যার ললাটে শনির দশা
যতই চলুক হুঁশ করে
মলম পার্টির কেউটে ঠিকি
মারবে ছোবল ফুঁস করে।
রিকশা ক্যাব আর টেম্পু বাসে
যাত্রী বেহাল মলমে
পত্রিকাতে আসছে খবর
সাংবাদিকের কলমে।
সাবধানে পা ফেলছি পথে
জান বাঁচানোর চেষ্টাতে
জাল ফেলেছে মলম পার্টি
হচ্ছে কি এই দেশটাতে?
সূত্র : মানবজমিন
নয়তো মিছে গপ্পরে
কখন কে যে পড়বে ভায়া
মলম পার্টির খপ্পরে। করছে কত ফন্দি ফিকির
মলম পার্টির সর্দারে
চলছে চোখে ধুলো দিয়ে
র্যাব-পুলিশের বড়দা’রে
খোদ ঢাকাতেই মলম পার্টি
হচ্ছে উদয় হুট করে
মলম মেখে আমজনতার
নিচ্ছে সবই লুট করে।
যার ললাটে শনির দশা
যতই চলুক হুঁশ করে
মলম পার্টির কেউটে ঠিকি
মারবে ছোবল ফুঁস করে।
রিকশা ক্যাব আর টেম্পু বাসে
যাত্রী বেহাল মলমে
পত্রিকাতে আসছে খবর
সাংবাদিকের কলমে।
সাবধানে পা ফেলছি পথে
জান বাঁচানোর চেষ্টাতে
জাল ফেলেছে মলম পার্টি
হচ্ছে কি এই দেশটাতে?
সূত্র : মানবজমিন
No comments:
Post a Comment