প্রিয় পাঠক লক্ষ্য করুন

Sunday, June 26, 2011

বিশুদ্ধ ভালোবাসা ।। মনিরা চৌধুরী

ভালোবাসা
তোমায় তো নয়
যদি কেবলই বিরামহীন
তাহারে কাঁদায়,
ভালোবাসা
তাহারে কাঁদায়ে যদি
তোমারে হাসায়
তবে তো ভালোবাসা
বিশুদ্ধ নয়।

ভালোবাসা হয়
যদি তাহারে হাসায়ে যায়
অবিরাম নির্মল
বৃষ্টি ধারায় ,
ভালোবাসা বিশুদ্ধ হয়
যদি তাহারে - তোমায় বাঁধে
নির্মোহ কামনার
মিলন মেলায়।

No comments:

Post a Comment

নির্বাচিত বিষয়গুলো দেখুন

Labels

মাসের পঠিত শীর্ষ দশ

 

জোনাকী | অনলাইন লাইব্রেরী © ২০১১ || টেমপ্লেট তৈরি করেছেন জোনাকী টিম || ডিজাইন ও অনলাইন সম্পাদক জহির রহমান || জোনাকী সম্পর্কে পড়ুন || জোনাকীতে বেড়াতে আসার জন্য ধন্যবাদ