ভালোবাসা
তোমায় তো নয়
যদি কেবলই বিরামহীন
তাহারে কাঁদায়,
ভালোবাসা
তাহারে কাঁদায়ে যদি
তোমারে হাসায়
তবে তো ভালোবাসা
বিশুদ্ধ নয়।
ভালোবাসা হয়
যদি তাহারে হাসায়ে যায়
অবিরাম নির্মল
বৃষ্টি ধারায় ,
ভালোবাসা বিশুদ্ধ হয়
যদি তাহারে - তোমায় বাঁধে
নির্মোহ কামনার
মিলন মেলায়।
তোমায় তো নয়
যদি কেবলই বিরামহীন
তাহারে কাঁদায়,
ভালোবাসা
তাহারে কাঁদায়ে যদি
তোমারে হাসায়
তবে তো ভালোবাসা
বিশুদ্ধ নয়।
ভালোবাসা হয়
যদি তাহারে হাসায়ে যায়
অবিরাম নির্মল
বৃষ্টি ধারায় ,
ভালোবাসা বিশুদ্ধ হয়
যদি তাহারে - তোমায় বাঁধে
নির্মোহ কামনার
মিলন মেলায়।
No comments:
Post a Comment