প্রিয় পাঠক লক্ষ্য করুন

Friday, June 17, 2011

আমার ছেলেবেলা ।। মেহনাজ বিনতে সিরাজ

আসব আমি এই দেশেতে
সবুজ ধানের শীষে
প্রকৃতিরই রূপের মায়ায়
মানব সঙ্গ মিশে।

পুকুর পাড়ে, নদীর তীরে

ঢেউ যে খেলা করে
ভেসে যাবো সেথায় আমি
ডিঙ্গি নাওয়ে চড়ে।


গাছের ছায়া, ফুলের মায়া

মনের সাথে মিশে
স্বপ্ন রঙ্গিন ছায়া তলে
শিশির ভেজা ঘাসে।

বটের ছায়ায়, বকুল তলায়

বকুল ফুলের পরে
ফুলের গন্ধে যায় যে ভেসে
শীতের আমেজ ভোরে।

মাঠে ফলে সোনার ফসল

কৃষাণ ঘরে তোলে
তাইতো আমি ঘুমিয়ে আছি
সবুজ মাঠের কোলে। 


মাসিক কিশোর সাহিত্যে প্রকাশিত

No comments:

Post a Comment

নির্বাচিত বিষয়গুলো দেখুন

Labels

মাসের পঠিত শীর্ষ দশ

 

জোনাকী | অনলাইন লাইব্রেরী © ২০১১ || টেমপ্লেট তৈরি করেছেন জোনাকী টিম || ডিজাইন ও অনলাইন সম্পাদক জহির রহমান || জোনাকী সম্পর্কে পড়ুন || জোনাকীতে বেড়াতে আসার জন্য ধন্যবাদ