প্রিয় পাঠক লক্ষ্য করুন

Friday, June 17, 2011

মেঘের ভেলায় বৃষ্টি নামে ।। শামীম হাসনাইন

বর্ষায় মেঘেদের
আকাশেতে ভেসে ভেসে
সারা দিন কেটে যায়
খেলায় খেলায়

সূর্যের হাসি তাই

মাঝে মাঝে ঢেকে যায়
ছুটে চলা মেঘেদের
ভেলায় ভেলায়।

শূন্যেতে ভেসে চলা

মেঘগুলো মাঝে মাঝে
বাতাসের ছোঁয়া পেয়ে
হয়ে যায় ঘর

কখনো বা মেঘগুলো

গাছপালা পাখি হয়
কিংবা ধরো হয়ে যায়
ধূধূ বালুচর।

মেঘেদের গর্জনে

কেঁপে ওঠে লোকালয়
সকাল সন্ধ্যা কিংবা
ব্যস্ত দুপুর

কাজ ফেলে সকলের

শুরু হয় ছোটাছুটি
বৃষ্টির ফোঁটা পড়ে
টাপুর টুপুর।  



সূত্র : বাংলাদেশ প্রতিদিন

No comments:

Post a Comment

নির্বাচিত বিষয়গুলো দেখুন

Labels

মাসের পঠিত শীর্ষ দশ

 

জোনাকী | অনলাইন লাইব্রেরী © ২০১১ || টেমপ্লেট তৈরি করেছেন জোনাকী টিম || ডিজাইন ও অনলাইন সম্পাদক জহির রহমান || জোনাকী সম্পর্কে পড়ুন || জোনাকীতে বেড়াতে আসার জন্য ধন্যবাদ