প্রিয় পাঠক লক্ষ্য করুন

Sunday, June 26, 2011

ছিলে স্বপ্ন মধুর ।। মনিরা চৌধুরী

আপনার চেয়ে
আরো আপনা হয়ে,
ছিলে স্বপ্ন মধুর
তুমি দিনগুলি মোর।
কারে যে দিয়ে দেখা
আমারে রেখে একা,
হারায়ে গিয়াছ আজ
অনেক অনেকটা দূর।
নিকটে ছিলে
আরো অতি নিকটে,
নিলে নিজেরে সরায়ে তুমি
কোন সে সুদূর।

হতে যে তোমার
তুমি আমারে করে পর,
দিলে বেদনা বিধুর,
একি যাতনা মধুর!
বিষাদ মাখা স্পর্শে আমায় করে
চূর্ণ হতে আরো চূর।
আজো নিশীথ রাতে
কর তোমাতে বিভোর,
মোর মনেতে জাগাও
কি যে শোর।

ছিলে স্বপ্ন মধুর তুমি
দিনগুলি মোর,
আজ হারায়ে গিয়াছ তুমি
অনেক অনেকটা দূর
করে বিষাদ মাখা স্পর্শে আমায়
চূর্ণ হতে আরো চূর।

No comments:

Post a Comment

নির্বাচিত বিষয়গুলো দেখুন

Labels

মাসের পঠিত শীর্ষ দশ

 

জোনাকী | অনলাইন লাইব্রেরী © ২০১১ || টেমপ্লেট তৈরি করেছেন জোনাকী টিম || ডিজাইন ও অনলাইন সম্পাদক জহির রহমান || জোনাকী সম্পর্কে পড়ুন || জোনাকীতে বেড়াতে আসার জন্য ধন্যবাদ